Whatsapp থেকে ফেসবুক প্রতিষ্টান কিভাবে আয় করে?

whatsapp earn money

Good Asked on October 11, 2020 in Technology.
Add Comment
  • 1 Answer(s)

    খুবই চমৎকার প্রশ্ন।

    এই প্রশ্নের উত্তর একটি কঠোর সত্য তুলে ধরে। WhatsApp এর নিজস্ব কোনো আয় নেই। বরং একে ব্যবহার করে ফেসবুক আয় করে, ফেসবুক বেশ কবছর আগেই হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে।

    তাহলে ফেসবুক কিভাবে এটা থেকে আয় করে? WhatsApp কে সবাই End-to-end এনক্রপিটেড বলে চেনে। এই এনক্রিপশন বজায় থাকে কমুনিকেশন সার্ভার পর্যন্ত, যেটাকে সাধারণত ওয়েব সকেট বলা হয়। এই সকেটের মধ্য দিয়ে রিয়েল টাইম ডাটা আদান প্রদান হয়। এই ডাটাগুলো সম্পূর্ন এনক্রিপশন করা থাকে

    কিন্তু, এই ডেটাগুলো তো কোথাও স্টোর করতে হবে! যেটাকে বলা হয় ডেটাবেস। তথ্য এই ডেটাবেসে যাবার পর আর এনক্রপিটেড থাকেনা।

    ফেসবুক তখন যাবতীয় ডাটা এনালাইসিস এর জন্য নিয়ে নেয়। এভাবে Whatsapp এর মাধ্যমে ফেসবুক আপনার হাড়ির খবর জেনে ফেলে, যেটাকে সহজ কথায় বলে ব্যক্তিগত তথ্য চুরি!

    এই তথ্যই মূলত ফেসবুকের বিশাল আয়ের উৎস।ফেসবুকের অধীনে থাকা এই এপটি আর নিরাপদ বলা যায়না!

    এক্ষেত্রে প্রাইভেসি রক্ষার্থে যে চ্যাট অ্যাপগুলো ব্যবহার করা হয়:

    1. Signal Private Messenger – Apps on Google Play

    2. Telegram

    3. Bubblink Messenger – Chat and Calls with Privacy – Apps on Google Play

    সিগনাল ও টেলিগ্রাম ওপেন সোর্স প্রজেক্ট, বাবলিংক তা নয়। সিগনাল ও টেলিগ্রাম শুধুমাত্র প্রাইভেসির দিকে গুরুত্ব দেয়। বাবলিংক প্রাইভেসি ও কাস্টোমাইজেশনের দিকে গুরুত্ব দেয়, এতে প্রায় ৮০ টি সম্ভাব্য থিম বানানো যায়।

    ধন্যবাদ

    Best Answered on October 11, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.