VPN ব্যবহারের উপকারিতা এবং অপকারিতাগুলি কী কী? কেউ কি বলবেন?

vpn

Good Asked on September 20, 2020 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    ভিপিএন: Virtual Private Network বা VPN। এটি কম্পিউটার নেটওয়ার্কের একটি রাউটিং প্রসেস যাতে আপনি কোন সার্ভারের সাথে সরাসরি কানেক্টেড না থেকে অন্য একটি সার্ভার হয়ে আসল সার্ভারের সাথে যুক্ত হতে পারবেন। এতে করে যে কোন দেশে ব্লকড ওয়েবসাইটস এবং সার্ভারের সাথে কানেক্ট হতে পারবেন। এছাড়া ভিপিএন ইউজের অন্যতম সুবিধা হলো, আপনার ইন্টারনেট ডাটাকে এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখা। বিশেষত পাবলিক ওয়াইফাই জোনে যে কোন এক্সপার্টই পারবে আপনার ইন্টারনেট ব্রাউসিং ট্র্যাক করতে। এছাড়া আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিও আপনাকে মনিটরিং করছে। এ থেকে বাচার উপায় হলো ভিপিএন।

    উপকারিতা: কেউ ঘরে বসে নিজের পিসি বা মোবাইলে ব্রাউজ করলেও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানি বা আইএসপি চাইলেই আপনি কী করছেন না করছেন – তা জানতে বা দেখতে পারেন। এছাড়াও, একই পদ্ধতি অবলম্বনে হ্যাকাররাও টার্গেটের উপর নজর রাখে। ফলে, একদিকে যেমন ব্যাংকিংসহ অনলাইনে প্রবেশকৃত তথ্যাদি বেহাত হওয়ায় ঝুঁকি থাকে, তেমনি ব্যক্তি বিশেষের প্রাইভেসিও এতে নষ্ট হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য যেকোনো তৃতীয় পক্ষের থেকে এমন ঝুঁকি থাকলে ভিপিএন ব্যবহার করতে পারেন। এতে ডাটা যেমন এনক্রিপ্টেড অবস্থায় আদান-প্রদান হয়, তেমনি গোপন থাকে ব্যবহারকারীর অবস্থানও! তবে, এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তথা বিটিআরসি’র নীতিমালা অনুযায়ী কেবল সরকারি ও কর্পোরেট প্রতিষ্ঠান সংশ্লিষ্টরাই ভিপিএন ব্যবহার করতে পারবেন।

    কিছু জনপ্রিয় ভিপিএন সফটওয়্যারের নাম হলো- NordVPN, Private Internet Access, TunnelBear, Hotspot Shield VPN, CyberGhost, Surfsark, IPVanish VPN, TorGuard, Symantec Norton Secure VPN, ExpressVPN, Proton VPN, Windscribe. Private Tunnel, SurfEasy.

    এসব ভিপিএনের মধ্যে কিছু ভিপিএন ফ্রী সার্ভিসের পাশাপাশি পেইড সার্ভিসও দিয়ে থাকে।

    অপকারিতা: তবে এত উপকারিতার পরেও VPN-এর কিছু অসুবিধা রয়েছে।

    এর প্রধান অপকারিতা হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। VPN সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে। যদিও
    অধিকাংশ VPN সার্ভিসের ক্ষেত্রেই টাকা গুণতে হয়। তবে কিছু জনপ্রিয় ফ্রি VPN সার্ভিস রয়েছে, যা দিয়ে আপনি প্রিমিয়ামের কাছাকাছি সুবিধা পাবেন। যেমন- ProXPN, Hotspot Shield,
    Cybershost, SecurityKiss, SpotFlux ইত্যাদি।

    Better Answered on September 20, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.