Antivirus ছাড়া ল্যাপটপ চালালে কী হতে পারে?

antivirus

Best Asked on March 6, 2021 in Computer.
Add Comment
  • 1 Answer(s)

    ১। ইন্টারর নেট এ ভিবিন্ন সাইট ব্রাউজের কারনে , কোন হ্যাকারের দেয়া ফাদে ক্লিক করেই আপনি ডূকে পড়লেন ভাইরাসের কারখানায় যেমন ধরুন ব্লাষ্টার, স্লামার , নিমদা , কোড রেড , আই লাভ ইউ , টরজন হর্স , অটোরান , দা ম্রিচ ওর্ম ইত্যাদি আপনাকে অ্যাাটাকের জন্য রেডী ! তখন আপনাকে প্রোটেক্ট করার কেউ থাকবে না । বলে রাখা ভাল যে , অ্যাান্টিভাইরাস এর চোখ ফাকি দিয়েও অনেক ভাইরাস আপনার ফাইল কে অ্যাাটাক করে ফেলতে পারে/ নিজেদের নিয়ন্ত্রনে নিতে পারে ।

    ২। এক্সট্রানাল ড্রাইভ মানে পেন্ড্রাইভ , হার্ডডিক্স ইত্যাদি ব্যবহার কলে ভিবিন্ন ভাইরাস আপনার কম্পিউটারে অনায়সেই বিচরন করতে সক্ষম ।

    ৩. আপনার কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত থাকলে , সেই নেটওয়ার্ক এর একটা পিসিও যদি আক্রন্ত হয় , তাহলে আপনার পিসি ও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় ।

    যেমন আমার অফিসে কিছুদিন আগেই ,উইন্ডোজ পিসির পাবলিক শেয়ারে থাকা সব ফাইল গায়েব , এন পি পি নামে এক রেঞ্জমওয়্যারের আক্রমনে ! ব্যাকাপ না থাকলে কঠিন বিপদে পড়তে হত ।

    ৪. ইমেইল গেটওয়ে দিলে আন ওয়ান্টেড ইমেল ডুকে যাবে । সেটাতে আপনার হার্ড ডিস্ক আক্রমন এর স্বীকার হতেও পাবে ।

    ৫. যখন তখন বিপদজনক সাইডে ডুকে যেতে পারেন , এন্টিভাইরাস থাকলে সে সতর্ক করে।

    তবে এন্টীভাইরাস কোম্পানি গুলা তথ্যচুরি করে অনেক । যেমন ক্যস্পারস্কি তথ্যচুরির দায়ে জরিমানা গুনল কিছুদিন আগে ।

    Best Answered on March 6, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.