সেনাবাহিনীর সৈনিকের বেতন কত?

সৈনিকের বেতন

Best Asked on October 23, 2020 in Accounting.
Add Comment
  • 1 Answer(s)

    বাংলাদেশের তিন বাহিনী (সেনা, নৌ ও বিমান) বেতন কাঠামো।

    1. তিন বাহিনীর প্রধান হিসেবে জেনারেল/অ্যাডমিরাল/এয়ার চিফ মার্শাল পদপর্যাদা হলে বেতন ৮৬ হাজার টাকা।
    2. লে. জেনারেল/ভাইস অ্যাডমিরাল/এয়ার মার্শাল পদমর্যাদার ক্ষেত্রে বেতন ৮২ হাজার টাকা।
    3. মেজর জেনারেল/রিয়ার অ্যাডমিরাল/এয়ার ভাইস মার্শাল পদের বেতন ৭৮ হাজার টাকা ।
    4. ব্রিগেডিয়ার জেনারেল/কমডোর/এয়ার কমডোর পদের বেতন ৬৩ হাজার ৫৭০ টাকা।
    5. কর্নেল/ক্যাপ্টেন (নৌ)/গ্র“প ক্যাপ্টেন পদের বেতন ৬১ হাজার টাকা।
    6. লে. কর্নেল/কমান্ডার/উইং কমান্ডারের বেতন ৫০ হাজার টাকা।
    7. মেজর/লে. কমান্ডার/স্কোয়াড্রন পদের বেতন নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার টাকা।
    8. এছাড়া অনারারি ক্যাপ্টেন ও অনারারি লে. (নৌ) পদের বেতন ৪২ হাজার ৮৯০ (নির্ধারিত)।
    9. অনারারি (সেনা) ও অনারারি সাব লে. ৩৮ হাজার ৪৮০ টাকা।
    10. ক্যাপ্টেন/লেফটেন্যান্ট (নৌ) ও ফ্লাইট লে. পদের বেতন হচ্ছে ২৯ হাজার টাকা।
    11. লেফটেন্যান্ট (সেনা)/সাব লে. ও ফ্লাইং অফিসার পদের বেতন ২৫ হাজার টাকা।
    12. সেকেন্ড লে., অ্যাক্টিং সাব লে. ও পাইলট অফিসারের বেতন ২৩ হাজার ১০০ টাকা।
    13. মাস্টার চিফ পেটি অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ৫০০ টাকা।
    14. চিফ আর্টিফিসার অফিসারের বেতন ২২ হাজার ৪০০ টাকা।
    15. সিনিয়র চিফ পেটি অফিসার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ২৫০ টাকা।
    16. চিফ পেটি অফিসার ও ওয়ারেন্ট অফিসারের বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা।
    17. সার্জেন্ট ও পেটি অফিসারের বেতন ১৬ হাজার টাকা,
    18. সুবেদার মেজর পদের বেতন ১৫ হাজার ৭০০ টাকা,
    19. সুবেদারের বেতন ১৪ হাজার ১২০ টাকা,
    20. নায়েক সুবেদারের বেতন ১২ হাজার ৫০০ টাকা,
    21. কর্পোরাল, এলএস ও হাবিলদারের বেতন ১২ হাজার ৫০০ টাকা।
    22. নায়েক, এলএসি ও এবি পদের বেতন ১০ হাজার ২০০ টাকা।
    23. ল্যান্স নায়েক, ওডি এবং এসি-১ রিক্রুট পদের বেতন ৯ হাজার টাকা।
    24. সিপাহি, রিক্রুট (এমওজিটি) পদের বেতন ধরা হয় ৮ হাজার ৮০০ টাকা।

    ২০১৬ সালের বেতন কাঠামো অনুযায়ী এবং অর্থ মন্ত্রনালয়ের গেজেট অনুযায়ী লেখা।

    এটি শুধুমাত্র মূল বেতন, মূল বেতনের সাথে পদবি অনুযায়ী অনান্য ভাতা যুক্ত হবে তবে ভাতার পরিমান অবশ্যই মূল বেতের এর বেশী হবেনা। অর্থাৎ ভাতা সহ মূল বেতন দ্বিগুন এর বেশী হবেনা (অর্থ মূল্যে)।

    ধন্যবাদ।

    Best Answered on October 23, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.