সাকিব আল হাসান-এর মাসিক আয় কত?

sakib al hasan’s salary

Default Asked on September 28, 2020 in Sports.
Add Comment
  • 1 Answer(s)

    আজ থেকে আরো ৩/৪ বছর আগে শুনেছিলাম সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটি টাকার মত।

    একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাগাজিনের হিসেবে সাকিব আল হাসানের বাৎসরিক আয় ২৭৫ কোটি টাকা। মানে মাসে তার আয় ২৩ কোটি টাকার মত।

    সাকিব আল হাসান শুধু ক্রিকেট খেলেই আয় করেন না। জাতীয় দল, বিভিন্ন দেশের প্রিমিয়ার লীগ এবং দেশীর অভ্যন্তরীণ লীগ ছাড়াও বিজ্ঞাপন, বিভিন্ন কোম্পানি এবং আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে অনেক টাকা আয় করেন।

    এর বাইরে সাকিব আল হাসানের অনেক হিডেন ইনকাম রয়েছে। সাকিব যদি বছরে ১০০ কোটি টাকাও আয় করে ধরি। এই ১০০ কোটি টাকাও কোথাও না কোথাও বিনিয়োগ হচ্ছে যা আমাদের জানা নেই।

    Shakib 75 নামে শুধু ঢাকা শহরেই আমার জানামতে ৪-৫ টি রেস্টুরেন্ট, কনভেনশন হল/কমিউনিটি সেন্টার রয়েছে। যেখানে তার কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

    সাকিব আল হাসানের রয়েছে কাঁঁকড়ার ব্যাবসা। সেখান থেকে কোটি কোটি টাকার কাঁকড়া বিদেশে রপ্তানি হয়। যা আমরা কখনো জানতাম না যদি সাকিবের খামারে করোনা কালে শ্রমিক আন্দোলন না হতো। শত শত কোটি টাকার এমন অনেক হিডেন বিজনেস আছে যা কারোই জানা নেই। তাই সাকিবের ইনকাম যা বলা হয় তার থেকেও অনেক অনেক বেশী।

    সাকিব আল হাসান যেমন আয় করেন। এখন আবার সামাজিক কাজে ব্যায় ও করেন। —

    Best Answered on September 28, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.