সবচেয়ে নিরাপদ ভিপিএন কোনটি?

Best VPN

Best Asked on February 7, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    NordVPN

    সবচেয়ে নিরাপদ ভিপিএন। এটি ৬০ টির অধিক দেশের 5000+ server রয়েছে

    ExpressVPN

    নেট দুনিয়ার সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ ভিপিএন হল এক্সপ্রেস ভিপিএন। ১৬০ টি দেশের লোকেশন রয়েছে।

    তবে ব্যবহারকারীরা NordVPN ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

    কিন্তু নিরাপদের দিকে একটি ফ্রি ব্রাউজার সবকিছুকেই ছাড়িয়ে যায় সেটা হলো TOR browser এর সাথে orbot অ্যাপটিও ইনস্টল করে নিবেন।

    ফ্রি ভিপিএনগুলো তালিকায় দেখা যায় না কারন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনিরাপদ। (সিএসআইআরও) সাম্প্রতিক এক গবেষণা করেছে। তারা ২৮৩ টি ফ্রি ভিপিএন অ্যাপ দিয়ে ব্যবহারকারীদের প্রাইভেসী এবং সিকিউরিটি নিয়ে গবেষণা করে। যার ফলাফল ৭৫% অ্যাপ থার্ড পার্টি ট্র্যাকিং টুল ব্যবহার করে, যার মাধ্যমে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, ৮২% অ্যাপ বিভিন্ন ব্যক্তিগত তথ্যের জন্য অনুমতি চায়, যার ফলে আপনার ইউজার নাম কিংবা পার্সওয়াড চুরি হতে পারে। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, তারা ৩৮% অ্যাপে ভাইরাসের উপস্থিতি পেয়েছে।

    কিন্তু বেশিরভাগ বাংলাদেশের মানুষ ইন্টারনেটে কেনাকাটা করতে পারেন না। তাদের পেপাল, ডেভিট, ক্রেডিট, ভিসা কার্ড হাতের কাছেই নেই। এছাড়াও ডলারের BDT করলে অনেক দামি হয়ে যায়।

    নিরাপদ, ভালো, বিশ্বাসযোগ্য ফ্রি ভিপিএন এর মধ্যে উপরের দিকে আছে। এগুলো ব্যবহার করতে পারেন।

    ১. BBVPN

    ২. Turbo VPN

    ৩. Tunnel bear VPN

    ৪. Hostpot shield

    ৫. Proton VPN

    ৬. Turbo VPN lite

    ৭. Yoga VPN

    ৮. Tomato VPN

    Good Answered on February 7, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.