মোবাইলের ক্ষেত্রে এমার্জেন্সি এসওএস (Emergency SOS) কী? আর এর কাজ কী?

sos in mobile

Better Asked on August 22, 2020 in Mobile.
Add Comment
  • 1 Answer(s)

    এটি হল সাম্প্রতিক সংযোজিত একটি সংস্করণ। মোবাইলে সেটিং অপশনে গিয়ে এটি খুঁজে নেয়া যাবে। আমি নিচে স্ক্রীন শট দিয়ে দিলাম।

    উপরে দেখুন এখানে একটা অপশন আছে ইমার্জেন্সি এসওএস নামে। এখানে প্রবেশ করলে নিম্নরূপ অপশন গুলো দেখাবে।

    এখানে প্রথম কাজ হল ইমার্জেন্সি কন্টাক্ট এ গিয়ে তিনটা ফোন নাম্বার যোগ করতে হবে। একটাও দেয়া যাবে। আরো একটা অপশন দেখুন send call history এটাও চালু রাখতে পারেন।

    এ প্রক্রিয়াটির কাজ হলো, ধরুন আমি বিপদে পরলাম। একটা দুর্ঘটনা হলো আমার। কল দিতে পারছিনা বাবাকে। মানে, কল দেয়ার মত পরিস্থিতি নেই আমার। এখন আমি যদি মোবাইলের পাওয়ার বাটন টা অতি দ্রুত পাঁচ বার চাপি , তাহলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলের ইন্টারনেট চালু হয়ে গুগল ম্যাপ থেকে লোকেশন জেনে নিয়ে বাবা’এর মোবাইলে একটা বার্তা পাঠিয়ে দেবে। এই বার্তাতে থাকবে আমার লোকেশন(ঘটনাস্থল), আমার সর্বশেষ কল ইতিহাস এগুলোই।

    এটি খুবই ভালো একটি প্রক্রিয়া। আপনিও চালু করে নিতে পারেন আপনার মোবাইলে। এটা অনেক টা Apple এর সিরি এর মত কাজ করে। Apple এর সিরির কাজ ও প্রায় একই।

    Best Answered on August 22, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.