মশা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে কিন্তু কোনো ঝুঁকি না থাকলেও মাংসের দোকানে পড়ে থাকা রক্ত খায় না কেন?

mosquito

Best Asked on September 11, 2020 in Science.
Add Comment
  • 1 Answer(s)

    প্রথমেই ধন্যবাদ জানাই প্রশ্নদাতাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মূলবিষয় বস্তু তে আসি,

    মশাকী জীবিত মানুষের রক্তই বা কেন খেতে আসে এটার কারণ জানলে আমরা বুঝতে পারবো।সর্ব প্রথম মশাকী রক্ত কেন খাই?- কারণ মশকী শরীরের মধ্যে ডিম উৎপন্ন করে, পরবর্তীকালে মশকী জলে ডিম ত্যাগ করে তাহা থেকে নতুন অপত্য তৈরী হয়। এখন মশকীর দেহে ডিম উৎপাদন এবং ক্রমবিকাশ এর জন্য আয়রন এবং প্রোটিন দরকার হয়। এই আয়রন প্রোটিন আসে মানুষের রক্ত থেকে তাই মশা জীবিত মানুষের রক্ত পান করে। মাংসের দোকানে পরে থাকা রক্ত তো জমাট বেঁধে যায়, লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে যায় ওই জমাট বাঁধা থকথকে রক্ত মশকী কিভাবে পান করবে?? সুতরাং মশকী পক্ষে সম্ভব না।

    দ্বিতীয়ত আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া এসব নির্গত হয় এবং আমরা নিশ্বাস প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড বের করি এবং কিছু কিছু মানুষের শরীর এ HLA নামক এক জিন আছে যাহা এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ তৈরী করে যাহা আমাদের ত্বক থেকে ক্ষরণ হয়,,,, এই সব কেমিকাল,গ্যাস, অ্যাসিড মশকী কে খুব আকর্ষণ করে যার জন্য জীবিত ব্যাক্তিকে মশকী কামরায়।এবার মাংসের দোকানে পরে থাকা জমাট রক্তে ল্যাকটিক অ্যাসিড,কার্বন ডাই অক্সাইড, কেমিকাল পাবে কোথা থেকে যে মশকী ওই রক্ত প্রতি পানের জন্য আকর্ষিত হবে। সুতরাং সম্ভব না। সেই কারণে মশা জীবিত মানুষের রক্ত পান করে।

    Better Answered on September 11, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.