ভিসা কার্ড, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড- এর মধ্যে পার্থক্য কী?

visa debit credit

Better Asked on August 16, 2020 in Accounting.
Add Comment
  • 1 Answer(s)

    ভিসা কার্ডঃ ভিসা (visa) একটি কোম্পানীর নাম। এরা ইন্টার ন্যাশনালি সকল দেশে কার্ড সুবিধা দিয়ে থাকে। এরা সরাসরি কোন কার্ড দেয় না। কোন ব্যাংকের সাথে যুক্ত হয়ে আপনাকে সেবা প্রদান করবে। বাংলাদেশে প্রায় সকল ব্যাংকই ভিসা কার্ড ইস্যু করে। ভিসা কার্ড ডেবিট/ক্রেডিট দুটোই পাওয়া যায়। আমেরিকান এক্সপ্রেস কার্ড ভিসা কার্ডের মতই এক ধরনের কার্ড।

    ডেবিট কার্ডঃ এটা হল আপনার কাছে নগদ টাকার মত। ধরুন আপনার ব্যাংকে ৫০০০০ টাকা আছে। এখনই টাকার দরকার। রাত হয়ে গেছে। কি করবেন? সমস্যা নেই। আপনার কার্ড নিয়ে এটিএম বুথে গেলেন। কার্ড ঘষলেন। টাকা পেলেন। সহজ হিসাব। অর্থাৎ, আপনার ব্যাংকে গচ্ছিত টাকা যখন ইচ্ছা, যতবার ইচ্ছা ওঠানোর সুযোগ দেওয়া কার্ডটি হল ডেবিট কার্ড। আবার ডেবিট কার্ড আবার কয়েক প্রকার হয়। যেমন, লোকাল কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড ইত্যাদি।

    ক্রেডিট কার্ডঃ এটা হল টাকা ধার করার সিস্টেম। আপনার কার্ড একটা লিমিট দেওয়া থাকবে ধার বা খরচ করার। যেমন, আপনি ২৫০০০ হাজার টাকা বেতনের চাকরি করেন। আপনার ক্রেডিট লিমিট ৫০০০০ টাকা/৪৫ দিন/১.৫%p.m। এর অর্থ হল, আপনি ৫০০০০ টাকা পর্যন্দ খরচ করতে পারবেন। ৪৫ পর্যন্ত সুদমুক্ত ভাবে পরিশোদ দেওয়ার সময় পাবেন। না দিতে পারলে প্রতি মাসে ১.৫% সুদ দিতে হবে, বছরে ১৮% সুদ দিতে হবে খরচের উপরে। আরো অনেক শর্তাবলী আছে। এটাও লোকাল বা ইন্টারন্যাশনাল হয়

    Best Answered on August 16, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.