বাংলাদেশে ইন্টারনেট সংযোগ ব্যবসা শুরু করার জন্য আনুসাঙ্গিক যন্ত্রপাতিতে কেমন খরচ হয়?

internet cost

Best Asked on September 27, 2020 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    ইন্টারনেট ব্যাবসা শুরু করার জন্য আপনার যন্ত্রপাতিতে খরচ নির্ভর করবে আপনি কত কিলোমিটার এলাকায় লাইন টানবেন তার উপর। রাউটার ১৪,০০০, মিডিয়া কনভার্টার ৪৫০০, পিসি ২৫,০০০ (আগে থাকলে লাগবে না), সুইচ বক্স ও কানেকশন পোর্ট প্রতি কিলোমিটার লাইনে ১০,০০০, ক্যাবল প্রতি কিলোমিটার ১২,০০০, লাইসেন্স ফি ১০০০ টাকা কানেকশন ফি১০,০০০-২০,০০০, ব্যান্ডউইথ প্রতি মেগাবিট ১২০০-৩০০০ টাকা। প্রাথমিকভাবে ৫ এমবি ব্যান্ডউইথ আর ২ কিলোমিটার লাইন টেনে ১৫০,০০০-১৭০,০০০ টাকা হলেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

    Best Answered on September 27, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.