প্রাকৃতিক পলিমার কাকে বলে?

প্রাকৃতিক পলিমার 

Good Asked on November 2, 2023 in Science.
Add Comment
  • 1 Answer(s)

    পলিমার (Polymer) শব্দটি গ্রিক শব্দ ‘পলি’ (poly) অর্থ বহু বা অনেক এবং ‘মেরােস’ (meros) অর্থ অংশ। থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ পলিমার বলতে একই ধরনের অনেকগুলাে ছােট ছােট অংশ যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে বােঝায়। এক কথায় বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু পর পর যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে থাকে। যে ক্ষুদ্র অণু যুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে মনােমার (Monomer) বলা হয়।

    পলিমার সাধারণত: দুই প্রকার।

    যথা

    ক) প্রাকৃতিক পলিমার ও

    খ) কৃত্রিম পলিমার।

    ক) প্রাকৃতিক পলিমার: সাধারণভাবে প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণি থেকে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক পলিমার বলে। যেমন-প্রাকৃতিক রাবার, স্টার্চ, তুলা, রেশম, পশম, সিল্ক, উল, পাট ইত্যাদি।

    খ) কৃত্রিম পলিমার পরীক্ষাগারে বা শিল্প-কারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে কৃত্রিম পলিমার বলে। যেমন-পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্ট্যারিন, টেফলন, টেরিলিন,নাইলন ইত্যাদি।

    Best Answered on November 2, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.