টিসিপি/আইপি (TCP/IP) এবং ডিএনএস (DNS) কি?

টিসিপি/আইপি (TCP/IP) এবং ডিএনএস (DNS) কি?

Default Asked on November 8, 2023 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    নেট নেট নেট হোস্ট
    ৮ বিট ৮ বিট ৮ বিট ৮ বিট
    শুরু : ১৯২

    শেষ : ২২৩

    এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম তিনটি বিটের মান হবে ১১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ২৪ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ৮ বিট হোস্ট আইডি।

    যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা বেশি আর হোস্ট আইডির সংখ্যা কম প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস-সি এর আইপি সিলেক্ট করব।

    ক্লাস–ডি

    এটি একটি বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক। কোন হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খু‍জে পাওয়ার জন্য এধরনের আইপি ব্যবহিত হয়। এই ক্লাস ২২৪ থেকে ২৩৯ পযর্ন্ত।

    ক্লাস–ই

    এই ক্লাসের আইপি গুলো সাধারণত বৈজ্ঞানিকগবেষনা কাজে ব্যবহিত হয়ে থাকে। এই ক্লাস ২৪০ থেকে ২৫৫ পযর্ন্ত।

    একটি বিষয় জানা থাকা দরকার আইপি কিন্তু ২ ধরনের হয়ে থাকে ।

    ১) প্রাইভেট আইপি

    ২) পাবলিক আইপি

    প্রাইভেট আইপি এর রেঞ্জ হলো

    ক্লাস এ এর ক্ষেত্রে-১০.০.০.১ থেকে ১০.২৫৫.২৫৫.২৫৪

    ক্লাস বি এর ক্ষেত্রে-১৭২.১৬.০.১ থেকে ১৭২.৩১.২৫৫.২৫৪

    ক্লাস সি এর ক্ষেত্রে-১৯২.১৬৮.০.১ থেকে ১৯২.১৬৮.২৫৫.২৫৪

    এছাড়া বাকি আইপি গুলো হলো পাবলিক আইপি।

    সবশেষে টিসিপি /আইপি মডেল যে লেয়ার গুলো নিয়ে কাজ করে । তা হলো

    ৪.এপ্লিকেশন

    ৩.ট্রান্সপোর্ট

    ২.ইন্টারনেট

    ১.নেটওয়ার্ক ইন্টারফেস

    Best Answered on November 11, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.