জিনসের প্যান্টের সামনের পকেটের ওপরে আরও একটি ছোট্ট পকেট থাকার কারণ কী?

Jeans

Best Asked on March 9, 2021 in Clothing.
Add Comment
  • 1 Answer(s)

    জিনসের প্যান্টের সামনের পকেটের ওপরে আরও একটি ছোট্ট পকেট বা পাঁচ নম্বর পকেট থাকার একাধিক কারণের কথা জানা যাচ্ছে। তবে ঘড়ি রাখার পকেটে হিসেবে এর ব্যবহারের কথাটাই সবচেয়ে বেশি স্বীকৃত।

    মতগুলি

    • জিনসের প্রথম প্রচলন হয় আমেরিকান কাউবয়দের মধ্যে। বেশ শক্তপোক্ত ও টেঁকসই পোশাক হিসেবে তাঁদের মধ্যে জিনসের কদর ছিল খুব বেশি। ১৮০০ সালের দিকে এই কাউবয়েরা তাঁদের ঘড়ি চেন দিয়ে বেঁধে ওয়েস্টকোটের মধ্যে রাখতেন। তবে সেখানে ঘড়ি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকতো বলে জিনসের প্যান্ট নির্মাতা লিভাইস ১৮৭৯ সালে প্রথমবারের মতো ঘড়ি রাখার পকেট হিসেবে এই পকেটের প্রচলন করে। তার আগে জিনসে চারটি পকেটই থাকতো। তবে এই পকেট প্রবর্তনের সময়কার জিনসে সামনে ছোট পকেট-সহ তিনটি পকেট ও পেছনে একটি পকেট ছিল

    ১৮৮২ সালের একটি ছবি

    • অনেকে মনে করেন, এই পকেটে সোনার খণ্ডাংশ রাখার জন্য ব্যবহৃত হত
    • কারও কারও মতে এটি টিকিট রাখার পকেট। অনেক প্যান্টের পকেটের ভেতর দিকে একই কারণে এমন একটি ছোট পকেট রাখা থাকে

    ১৯৭৪ সালের জিনস

    • আজকের দিনে একে নাকি ‘কনডম পকেট’ বলা হয়। উদ্দেশ্য, বুঝতেই পারছেন
    • একসময় ফোব পকেট (ট্যাঁক ঘড়ি রাখার পকেট) হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি নাকি ‘কয়েন পকেট’ নামে পরিচিত

    প্রথম নির্মাতা যা বলছে

    Levi Strauss & Co website- এ এমনটাই বলা হয়েছে, ‘Originally included as protection for pocket watches, thus the name, this extra pouch has served many functions, evident in its many titles: frontier pocket, condom pocket, coin pocket, match pocket and ticket pocket, to name a few.’

    Better Answered on March 9, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.