কীভাবে নিজের ফোন নম্বর লুকিয়ে বা আসল নম্বর ছাড়াই কাউকে ফোন দেওয়া যায়?

Good Asked on October 8, 2020 in Mobile.
Add Comment
  • 1 Answer(s)

    খুব সহজ, আপনি আইপি ফোন ইউজ করতে পারেন । বাংলাদেশে এখন বেশ কিছু কোম্পানী এই সেবা দিয়ে আসছে, এর জন্য আমি মনে করি আইসিসি এর সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ফ্রিতে ০৯৬৩ সিরিজের ইচ্ছামত নাম্বার বানিয়ে নিতে পারেন। মাত্র ৪৫ পয়শা করে মিনিট লাগে।

    Register Form

    রেজিস্টেশন সম্পন্ন হয়ে গেলে এখন আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে Grandstream Wave – Video – Apps on Google Play

    তারা আপানাকে পাসওর্য়াড ও লগইন করার ইনফরমেশন দিয়ে দিবে। এপ টা ওপেন করে

    এই ইনফরমেশন গুলো ঠিক মত দিলে কনেক্ট হয়ে যাবে , তখন রিচার্জ করে কথা বলতে পারবেন , আইপি টু আইপি ফ্রি কথা বলা যাবে।

    এছাড়া চাইলে Brilliant connect এপ্স দিয়েও কথা বলতে পারেন কল চার্জ মাত্র ৩০ পয়সা করে। কথা বলার জন্য অবশ্যই ইন্টারনেট লাগবে।

    এগুলা শুধু মাত্র বাংলাদেশের ভেতর ইউজ করতে পারবেন। আপনার নিজের নাম্বার গোপন থাকবে , Brilliant Connect – Apps on Google Play

    ছবিঃ গুগোল

    Good Answered on October 8, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.