কীভাবে চাবি ছাড়া তালা খোলা যায়?

চাবি ছাড়া তালা খোলা

Best Asked on April 4, 2021 in Solution.
Add Comment
  • 1 Answer(s)

    এখানে কিছু কার্যকর পন্থা দেখাবো যাতে করে আপনি যেকোনো তালা নষ্ট করা ছাড়াই খোলতে পারেন সহজে!  এছাড়াও আরও কিছু উপায় রয়েছে ~ সেগুলোও দেখতে পারেন, সেগুলোর ক্ষেত্রে তালা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলেও ওগুলা বেশি কার্যকর!  তবে আগের মডেলের তালা গুলো নিম্নের পন্থ অনুসরণ করে নষ্ট না করেই খুলে ফেলতে পারবেন!  যার ফলে সেগুলো পুনরায় ব্যবহারযোগ্য থাকবে!

    Quick jump:

    >প্রক্রিয়া ১

    >প্রক্রিয়া ২

     

    প্রক্রিয়া-১ঃ

    এ প্রক্রিয়ায় দরকার পরবে সেইফটিপিন,  যেগুলো আমরা প্রাত্যাহিক কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি ।

    প্রথমেই সেইফটিপিন এর মাথার অংশ অর্থাৎ যে অংশ

    দিয়ে পিনটি লাগানো হয় সে অংশ ও সরু অংশ কেটে ফেলে দিতে হবে

    এই নিচের চিত্রের মতো করে সেফটিপিনের মাথার অংশ কাটতে হবে

    এবারে তালার চিদ্রের দুইপ্রান্ত দিয়ে এই পিনের সরু অংশ গুলো প্রবেশ করাতে হবে

    ঠিক এই চিত্রের মতো~

    এবার চাকুর সরু তীক্ষ্ণ অংশ বা বৈদ্যুতিক টেস্টার এর মাথা দিয়ে ওই তালার চাবির গর্তে প্রবেশ করিয়ে চাবির মতো করে খুুুুলার জন্য  ঘুুরালেই তালা খুলে যাবে

    প্রক্রিয়া ২ঃ

    এ প্রক্রিয়ায় আরেকটা  উপায় আছে পুুুুুুরাতন তালা নষ্ট না করে খোলার!  অনেক সময় তালার উপরের যেই গর্ত দিয়ে তালার উপরের অংশ প্রবেশ করিয়ে তালা খোলা হয় সেই জায়গায় বাহিরের দিক থেকে  হাতুরী বা

    রড দিয়ে আঘাত করলে তালাটি খুলে যায়!  তবে এর আগে তালার উপরের অংশে কয়েকবার আঘাত করে নিলে ভাল হয়! নিচে এই প্রক্রিয়ার ছবি বিশ্লেষণ দেয়া হলো~.
    Good Answered on April 4, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.