কম্পিউটার যদি ৮ মাস বন্ধ থাকে আর ৮ মাস পর চালু করলে কোনও সমস্যা হবে?

কম্পিউটার দীর্ঘদিন বন্ধ করে রাখলে কি কোনো সমস্যা হয়?

Best Asked on April 25, 2021 in Computer.
Add Comment
  • 1 Answer(s)

    বেশির ভাগ সম্ভাবনা থাকবে সমস্যা হবার । আর যদি না হয় তবে আপনার কপাল ভালো । সব থেকে বেশি যেই সমস্যাটা হতে পারে তা হলো, ডিসপ্লে আসবে না । মূলত অনেক দিন ব্যাবহার না করার ফলে র‌্যামের ওপর ছত্রাক পড়ে যায় আর এটার কারণেই সমস্যা হয়ে থাকে । তবে র‌্যাম খুলে রাবার দিয়ে পরিষ্কার করলেই সমাধান হয়ে যায় এই সমস্যা ।

    এছাড়া বেশি দিন বন্ধ থাকার ফলে অনেক পার্টস-পাতি ড্যামেজ হয়ে যেতে পারে, ছত্রাক পড়তে পারে । কম্পিউটার যত ইউস করা যায় ততই ভালো তাই এতদিন বন্ধ রাখা উচিত হবে না, প্রয়োজনে সপ্তাহে ১ বার কিছুক্ষণ অন করে রেখে দিন।

    Better Answered on April 25, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.