ইন্টারনেটের সবচেয়ে অদ্ভুত ওয়েবসাইট কোনগুলো?

internet

Best Asked on August 28, 2020 in Internet.
Add Comment
  • 1 Answer(s)
    • Pointer Pointer

    Pointer Pointer এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি পেইজের যেকোন যায়গায় মাউস পয়েন্টার রাখতে পারবেন আর এই ওয়েবসাইটটি এমন একটি ছবি নিয়ে আসবে যেটি আপনার মাউস পয়েন্টার এর দিকে নির্দেশ করে আছে। মূলত ছবির আঙ্গুল আর আপনার মাউস পয়েন্টারটি একই জায়গায় হবে। pointerpointer.com

    • Cat Bounce

    এই ওয়েবসাইটটি আপনাকে একটি বিড়াল নিয়ে খেলার স্বাধীনতা দিবে। আপনি আপনার মাউস ব্যাবহার করে বিড়ালটিকে ছুড়ে মারতে পারবনে, পেইজ থেকে বের করে দিতে পারবেন, বাউন্স করাতে পারবনে। CAT BOUNCE!

    • BeesBeesBees

    এই ওয়েবসাইটটি মূলত বিখ্যাত ছেলিব্রেটি ওপরাহ উইনফ্রের এডিটেড .gif ফাইল দিয়ে তৈরি করা। beesbeesbees.com

    • Endless Horse

    এই ওয়েবসাইটি মূলত এর নামের সাথে সামঞ্জস্য পূর্ন। এই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন একটি ঘোড়া, যা আপনি ওয়েবসাইটের যতই নিচে যান কখনো শেষ হবে না। hooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooorse

    • Hacker Typer

    আপনি কি কখনো হ্যাকারের মত ভান করতে চেয়েছেন? যদি তাই হয়, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য। ভয় পাবেন না, এটি কিন্তু আপনাকে হ্যাক করবে না। শুধু মজা করার একটি ওয়েবসাইট। Hacker Typer

    • Paper Toilet

    এই ওয়েবসাইটটি ভয়ানক বিনোদনের। আপনি আপনার মনে যত চায় তত টয়লেট পেপার নিতে পারবেন। collection of sébastien de ganay, paper toilet .com by rafaël rozendaal, 2006

    • Find The Invisible Cow

    এই ওয়েবসাইটটি শুধুই মজা করার জন্য। আপনি আপনার মাউস পয়েন্টারটি ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় সরাবেন আর কাউ কাউ বলে একটি শব্দ শুনতে পাবেন। আসলে ওয়েবপেইজটিতে একটি গরু লুকানো আছে। আপনার মাউস পয়েন্টারটি গরুটির যত কাছে যাবে, গরুর ডাক তত বেরে যাবে। যেখানে সবচেয়ে বেশি শব্দ হবে সেখানে আপনি গরুটিকে দেখতে পাবেন। Find the Invisible Cow

    • Ship Your Enemies Glitter

    যদি আপনার শত্রু থাকে তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একদম সঠিক জায়গা। আপনি আপনার শত্রুকে তাদের পাওনা বুঝিয়ে দিতে পারবে গ্লিটার পাঠিয়ে। আপনি বলবেন তাহলে গ্লিটার কেন? অন্য কিছু কেন নয়। কারন অনেকের ধারনা গ্লিটার খুব নোংরা এবং সহজে হাত থেকে ঝেড়ে ফেলা যায় না। Ship Your Enemies Glitter

    • Patience Is A Virtue

    এই ওয়েবসাইটটি চুড়ান্ত অপেক্ষার খেলা। এই পেইজটি একটা লোডিং স্ক্রীন দেখাবে এবং এর থেকে আদৌ কিছু বেরোবে কিনা কেউ জানে না। Patience is a virtue

    • The Useless Web
    • এই ওয়েবসাইটটি মারাত্মক অদ্ভুত/লক্ষ্যহীন বা এলোমেলো ওয়েবসাইট খুজে বের করে। আপনাকে শুধু একবার প্লিজ এ ক্লিক করতে হবে এবং এটা স্বয়ংক্রীয়ভাবে আপনাকে একটা মজার ওয়েবসাইটে নিয়ে যাবে। The Useless Web
    • This Person Does Not Exist

    এই ওয়েবসাইটটি একটী অতিপ্রাকৃত ওয়েবসাইট। আপনি প্রত্যেকবার রিফ্রেশ করলে একটা নতুন ছবি দেখতে পাবেন। যেটা খুবই সাধারন ব্যাপার। কিন্তু মজার ব্যাপার এটা যে আপনি এখানে যেই চেহারাগুলো দেখতে পাবেন, বাস্তবে সেই চেহারার কোন মানুষ পৃথিবীতে নেই। প্রত্যেকটি ছবি AI দিয়ে তৈরি। কিন্তু ছবিগুলো এতটাই বাস্তবের সাথে মিল রেখে তৈরি যে আপনি কখনোই অনুভব করবেন না যে এগোলো কম্পিউটার দ্বারা তৈরি। This Person Does Not Exist

    Best Answered on August 28, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.