আমি কিভাবে নিজের ওয়েবসাইট তৈরী করব?

i want to create a website for me

Good Asked on March 17, 2021 in Website.
Add Comment
  • 1 Answer(s)

    ওয়েবসাইট তৈরী করা অনেক সহজ৷ তবে এই তৈরী করা আবার অনেক ধাপে বিভক্ত৷ শাখা প্রশাখা বলা চলে আরকি!

    ওয়েবসাইট তৈরী করার পদ্ধতি দুটি। এর আগে বলে নেই প্রতিটি পদ্ধতিতেই যা যা লাগবেঃ- অনলাইন হোস্টিং ও একটা রিকোগনাইজ ডোমেইননেম বা তার সাবডোমেইন।

    ওয়েবসাইট তৈরী করার পদ্ধতি দুটি হচ্ছেঃ

    1. আপনি ডেভেলপার ননঃ ম্যানুয়ালি তৈরী করুন৷
    2. আপনি ডেভেলপারঃ নিজেরটি নিজে তৈরী করুন৷

    [এখানে নিজের বানানোর উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হলো]

    পদ্ধতি একঃ

    এক্ষেত্রে আপনাকে ডেভেলপার হওয়ার দরকার নেই! অনেক সাইট আছে যারা আপনাকে ধাপে ধাপে একটি সাইট তৈরী করে দিবে। এমন সাইট গুলো হচ্ছে- ওয়ার্ডপ্রেস.কম, উইক্স.কম, ব্লগার.কম ইত্যাদি ইত্যাদি৷

    এক্ষেত্রে আপনি সেসকল সাইটে গিয়ে Get Started এ ক্লিক করেই ধাপে ধাপে আপনাকে একটি সাইট বানিয়ে দিবে৷ সব তারাই বুঝিয়ে দিবে৷ মানে শুধু আপনাকে অপসন চয়েজ করতে হবে কিরকম সাইট চান৷ এমনকি তাদের কেউ কেউ আপনাকে ফ্রি সাবডোমেইন সেবাও দিবে।

    ফলে আপনাকে আর ডোমেইন কিনার প্রয়োজন পরবে না৷ এমনকি ফ্রি হোস্টিং সেবাও, তার সাথে ইনকামের সূযোগ৷

    আবার কাস্টমাইজড থিম ও ডোমেইনও এড করতে পারবেন সেগুলোতে।

    এভাবে ওয়েবসাইট ভিজিট করতে আপনি ভিজিট করুন- (যেকোনো একটি নির্বাচন করুন[রিকমেন্ডেড-ব্লগার])

    Blogger.com – Create a unique and beautiful blog. It’s easy and free.
    Publish your passions your way. Whether you’d like to share your knowledge, experiences or the latest news, create a unique and beautiful blog for free.
    WordPress.com: Create a Free Website or Blog
    Create a free website or build a blog with ease on WordPress.com. Dozens of free, customizable, mobile-ready designs and themes. Free hosting and support.

    এবার আসা যাক পদ্ধতি দুইয়ে৷

    পদ্ধতি দুইঃ

    এজন্য আপনাকে আগে ডেভেলপমেন্ট শিখতে হবে৷ এখানে লিখে বুঝানো যাবে না, প্র্যাকটিকেলি দেখে শিখতে হবে৷ ইউটিউব এ অনেক ভিডিও পাবেন৷ তবুও একটু ধারণা দেই,

    এ ধরনের ওয়েবসাইট তৈরী করার জন্য আগে একটি বিশ্বাস্ত সাইট থেকে ডোমেইন কিনতে হবে।

    তারপর একটি হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে৷ তারপর হোস্টিং এর সাথে ডেমেইন কানেক্ট করতে হবে৷

    তারপর আপনাকে ওয়েবসাইটে ডিজাইন করতে হবে বা অনলাইন মার্কেট প্লেস যেমন থিম ফরেস্ট থেকে একটি থিম কিনতে পারেন নিজের পছন্দমত৷ তারপর সেটাকে হোস্টিং এ ইনস্টল করে নিতে হবে। তবে এর আগে আপনাকে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ওয়ার্ডপ্রেস কনফিগারেশনগত ডাউনলোড করে হোস্টিং এ ইনস্টল করা লাগবে৷

    সেক্ষেত্রে আপনাকে কোন ফাইলে কোন কোড রাখা লাগবে সেটা হাতে কলমে আগে শিখে নিতে হবে৷

    আবার আপনি যদি নিজেই নিজের সাইট বানাতে চান তাহলে আপনাকে আগে কিছু ভাষা শিখে নিতে হবে৷ যেমনঃ এইচটিএমএল, সিএসএস, জাভা, এককিউয়েল, পিএইচপি।

    তো ওয়েবসাইট বানানোর পদ্ধতি তো বলা হয়ে গেল, এখন একটু হোস্টিং নিয়ে বলি!

    আপনাকে ওয়েবসাইট এর ধরণ অনুযায়ী হোস্টিং নির্বচন করতে হবে৷ আপনি সেটা নিয়ে একটু পড়াশোনা করে নিতে পারেন৷

    ধন্যবাদ৷ আশা করি উত্তরটা পেয়েছেন৷

    Best Answered on March 17, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.