আমার ল্যাপটপ অন হতে অনেক সময় লাগে, প্রায় দশ মিনিট। আর বারবার পাওয়ার অন অফ করতে হয় এবং অন হওয়ার পরে হ্যাং করে। এখন আমি কী করতে পারি?

make laptop faster

Better Asked on September 29, 2023 in Solution.
Add Comment
  • 1 Answer(s)

    হয়ত আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেম অনেক আগে ইন্সটল দেয়া ফলে অনেক ট্যাম্প ফাইল জমে গেছে, অপারেটিং সিস্টেম ড্রাইভে খালি জায়গা নেই বা র‍্যাম অপর্যাপ্ত অথবা ভারি কোন সফটওয়্যার ইন্সটল করা হয়েছে। আপনি র‍্যাম বাড়াতে পারেন, SSD লাগাতে পারেন তবে এগুলো করতে আপনাকে টাকা ব্যায় করতে হবে।

    প্রাথমিক ভাবে টেম্পোরারি ফাইল ও অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে দিলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবার কথা। না হলে পরে হার্ডওয়্যার পরিবর্তনের চেস্টা করে দেখতে পারেন।

    Better Answered on September 29, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.