অনলাইনে সহজ কাজ কোথায় পাওয়া যায়?

online earning

Good Asked on March 16, 2021 in Outsourcing.
Add Comment
  • 1 Answer(s)

    আপনি কোনো কাজে দক্ষ থাকলে অবশ্যই কোনো না কোনো জায়গায় কাজ পাবেন।বর্তমানে অনেক অনলাইন মার্কেটপ্লেস রয়েছে যেখানে লাখ লাখ ফ্রিল্যান্সার তাদের দক্ষতা কাজে লাগিয়ে ভালো একটা ইঙ্কাম জেনারেট করছে।

    বেশ কয়েকটা মার্কেটপ্লেস হচ্ছে –

    1. Fiverr
    2. Upwork
    3. Freelancer
    4. 99designs
    5. Guru
    6. PeoplePerHour
    7. Behance
    8. Creative Market
    9. Dribbble
    10. Toptal

    আপনি আপনার পছন্দ অনূযায়ী সব রকমের কাজ ই পাবেন অনলাইন মার্কেটপ্লেস গুলাতে। চলুন দেখে নেয়া যাক আপনি কি শিখতে পারেন বা কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন।

    • গ্রাফিক্স ডিজাইন
    • ওয়েব ডিজাইন
    • ওয়েব ডেভলপমেন্ট
    • এসইও – সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (অন পেজ এসইও,অফ পেজ এসইও,কিওার্ড রিসার্চ)
    • সার্চ ইঞ্জিন মার্কেটিং
    • ফেসবুক মার্কেটিং
    • ট্যুইটার মার্কেটিং
    • পিন্টারেস্ট মার্কেটিং
    • লিঙ্কডিন মার্কেটিং
    • ইন্সটাগ্রাম মার্কেটিং
    • থাম্বলার মার্কেটিং
    • ই-মেইল মার্কেটিং
    • ইউটিউব মার্কেটিং
    • কন্টেন্ট মার্কেটিং
    • ওয়েব মাস্টার ট্যুল
    • গুগল এডওার্ডস

    আপনার পছন্দ অনুযায়ী আপনি শিখে নিতে পারেন ভালো কোনো সোর্চ থেকে।ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে ভালো।

    Better Answered on March 16, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.