adiba's Profile

2281
Points

Questions
100

Answers
128

  • Asked on December 24, 2020 in Technology.

    আপনার কম্পিউটার ব্লুটুথ আছে কিনা আবিষ্কার করুন

    উইন্ডোজ পিসি: আপনার যদি উইন্ডোজ পিসি থাকে, তাহলে আপনার কম্পিউটারের ভিতরে একটি Bluetooth রেডিও ইনস্টল করা আছে কিনা তা নির্দেশ করার জন্য আমাদের ‘ডিভাইস পরিচালক’ নামে পরিচিত একটি অ্যাপ্লিকেশন চেক করতে হবে। আপনি নিম্নরূপ এই প্রক্রিয়া মাধ্যমে যেতে পারেন:

    ক্লিক করুন উইন্ডোজ স্টার্ট আইকন.
    মধ্যে অনুসন্ধান বাক্স, ‘ডিভাইস ম্যানেজার’ টাইপ করুন।
    নির্বাচন করুন ‘ডিভাইস ম্যানেজার’যে তালিকা প্রদর্শিত হবে।
    প্রদর্শিত উইন্ডোতে, ‘+ ‘আইকন পরবর্তী ‘নেটওয়ার্ক অ্যাডাপ্টার.’
    যে তালিকায় এমন কিছু সন্ধান করতে থাকে যা তালিকায় রয়েছে ‘ব্লুটুথ.’
    তালিকাটি যদি তার নামের মধ্যে ‘ব্লুটুথ’ শব্দটির সাথে একটি ডিভাইস প্রদর্শন করে তবে অভিনন্দন – আপনার মেশিনে একটি Bluetooth অ্যাডাপ্টার রয়েছে এবং পরবর্তী ধাপে যেতে পারে।

    যদি আপনার কোন ব্লুটুথ ডিভাইস ইনস্টল না থাকে
    আপনার যদি একটি Bluetooth ডিভাইস ইতিমধ্যে ইনস্টল না থাকে তবে খুব বেশি চিন্তা করবেন না। যদিও বেশিরভাগ আধুনিক কম্পিউটারগুলিতে ইতিমধ্যে হার্ডওয়্যার রয়েছে, তবে আপনার প্রিয় প্রযুক্তি খুচরা বিক্রেতা পরিদর্শন করে এবং ‘ব্লুটুথ ডংলে’ কিনে এটি সহজে যোগ করা সহজ। এটি একটি ছোট অঙ্গের আকারের ডিভাইস যা আপনার কম্পিউটারের উপলব্ধ USB পোর্টগুলির মধ্যে একটিতে প্লাগ করে। ডিভাইসটি আপনার মেশিনে ইনস্টল হয়ে গেলে আপনি এগিয়ে যেতে পারেন।

    আপনার নতুন ব্লুটুথ হেডফোন সেট আপ
    আপনার ব্লুটুথ হেডফোনগুলি সেটআপ করার প্রক্রিয়াটি বেশ সহজ, তবে আবার আপনার উইন্ডোজ পিসি বা ম্যাক আছে কিনা তা নির্ভর করে। প্রক্রিয়ার এক ধাপে, আপনার হেডফোনগুলিকে ‘আবিষ্কার মোড’ বলাতে হবে। প্রতিটি হেডফোনগুলির সেটটি আলাদাভাবে সম্পন্ন করে, তাই প্রক্রিয়াটি সম্পর্কে কীভাবে যেতে হবে তা আপনাকে আপনার হেডফোন নির্দেশাবলী উল্লেখ করতে হবে।

    ডগা: বেশিরভাগ ক্ষেত্রে, হেডফোন বন্ধ করে ‘ডিসকভারি মোড’ সক্রিয় করা যেতে পারে, তারপর ধরে রাখা পাওয়ার বাটন যতক্ষণ না নির্দেশকের লাইট দ্রুত ফ্ল্যাশ শুরু হয়। মনে রাখবেন যে কিছু হেডফোনগুলি স্বাভাবিক ক্রিয়াকলাপটি পুনরায় শুরু করার আগে সীমিত সময়ের জন্য এই মোডে থাকতে পারে।

    উইন্ডোজ পিসি:

    ক্লিক করুন উইন্ডোজ স্টার্ট আইকন.
    মধ্যে অনুসন্ধান বাক্স, ‘ডিভাইস এবং প্রিন্টার্স টাইপ করুন।’
    নির্বাচন করুন ‘যন্ত্র ও প্রিন্টার’ যে তালিকা প্রদর্শিত হয়।
    আপনার হেডফোনগুলি ‘আবিষ্কার মোডে’ রয়েছে কিনা তা নিশ্চিত করুন (ম্যানুয়াল চেক করুন)।
    নির্বাচন করুন ‘একটা যন্ত্র সংযোগ কর’ডিভাইস এবং প্রিন্টার্স’ উইন্ডোতে।
    কম্পিউটারটিকে আপনার ডিভাইসটি খুঁজে পেতে এবং তালিকা থেকে এটি নির্বাচন করার জন্য একটি মুহূর্তের অনুমতি দিন।
    কয়েক মুহুর্ত পরে, আপনার উইন্ডোজ পিসি আপনাকে সতর্ক করে দিবে যে জোড়া জোড়া সফল হয়েছে।

    সম্ভাব্য ব্লুটুথ সমস্যা ফিক্সিং
    আপনার ল্যাপটপের সাথে আপনার হেডফোনগুলি সঠিকভাবে জোড়া না থাকলে আপনি সেটআপ প্রক্রিয়ার শুরু থেকে আবার শুরু করার সুপারিশ করেন। আপনার হেডফোনগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং অন্তর্ভুক্ত ম্যানুয়ালটি পর্যালোচনা করুন নিশ্চিত করুন যাতে আপনি ডিভাইসটিকে ‘আবিষ্কার মোডে’ সঠিকভাবে কীভাবে স্থাপন করতে পারেন তা নিশ্চিত করতে পারেন।

    আপনি যদি নিশ্চিত হন যে আপনার হেডফোনগুলি সঠিক মোডে রয়েছে এবং আপনার কম্পিউটারটি এখনও এটি সনাক্ত করতে ব্যর্থ হয় তবে আপনার কম্পিউটারটি পুনরায় চালু করার চেষ্টা করুন।যদি সমস্যাটি স্থির থাকে তবে আরও সহায়তার জন্য হেডফোন নির্মাতার সাথে যোগাযোগ করুন।

    • 1259 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 22, 2020 in Health.
    সম্পূর্ণ রক্তদাতা (১৮+) সাধারণত রক্তদানের ১২ সপ্তাহ (কমপক্ষে ৮ সপ্তাহ) পর পুনরায় রক্তদান করতে পারেন। শুধু প্লাজমা/প্লেটলেট ডোনেট করলে ২/৩ সপ্তাহ পরই পুনরায় রক্তদান করা যায়, এটুকু হলো সীমাবদ্ধতা। আর এ পক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ সবল অর্থাৎ রক্তদানের উপযুক্ত থাকেন। নির্দিষ্ট কোনো কাউন্ট নেই।
    • 1398 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 20, 2020 in Health.

    শুক্রাণু তৈরীর প্রক্রিয়া থেমে থাকেনা। এটা প্রতিনিয়ত তৈরী হয়েই চলেছে। কাজেই স্বাভাবিক জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহন করলে শুক্রাণুর সংখ্যাও স্বাভাবিক থাকে।

    • 1465 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 18, 2020 in Branding.

    চকলেট,রিং,দ্রেস ইত্যাদি

    • 1648 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 16, 2020 in Education.

    আমার মতে হৃদয় শব্দটিতে সন্ধি হয়নি। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে হৃদয় শব্দটি গঠিত হয়েছে। এই বর্ণগুলি আমি ভেঙ্গে দেখাচ্ছি। হৃদয়…হ্+ঋ+দ্+অ+য়্+অ।

    • 1304 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 14, 2020 in Education.

    ব্যাঙের হৃদপ্রকষ্ঠ সংখ্যা ৩ টি।

    • 1345 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 11, 2020 in Health.

    মলদ্বারের চারপাশে শিরা ও রগের মাংসপিণ্ড বৃদ্ধি পাওয়াকে অর্শ বুটি, গেজ বলে। তবে কখনও মলথলিতে, মলদ্বারের সংযোগ স্থলে আবার মলদ্বারের বাহিরের চারপাশে ও দেখা যায়।কোষ্ঠ-কাঠিন্য, এবং শক্তমলের প্রতিনিয়ত চাপের ফলে রোগ বেশি দেখা যায়।

    লক্ষণ

    • মলের সহিত রক্ত পড়ে রক্ত কখনও পায়খানার আগে অথবা শেষে ফোঁটা ফোটা অথবা টপটপ করে তাজা রক্ত পড়তে থাকে। কোমরে এবং তলপেটে ব্যাথা হয়।
    • রক্তশূন্যতা দেখা দেয় এবং রোগী অস্বস্তি বোধ করে।
    • আক্রান্ত স্থানে জ্বালাপোড়া করে।

    করণীয়

    কিছু কিছু বুটি রোগ চিকিৎসা করা হয় খাদ্য অভ্যাস পরিবর্তন করে।উচ্চ আশঁযুক্ত খাবার, ফলমূল এবং শাক-সবজি বেশি বেশি করে খেতে হবে। প্রতি দিন ৬-৮ গ্লাস পানি এবং তরল জাতীয় দ্রব্য পান করতে হবে।মলত্যাগের সময় কষা হলে বেশি চাপ প্রয়োগ করা যাবে না।পায়খানা চেপে রাখা যাবে না।ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত মলম বা ক্রিম লাগাতে হবে বেশি ব্যথা হলে।পায়ুপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।কুসুম গরম পানি দিয়ে দিনে কয়েকবার জায়গাটা মুছতে/ভিজাতে হবে।

    কিছু ক্ষেত্রে অপারেশান লাগে।কি ধরনের পাইলস হয়েছে সেটা বুঝতে একজন ডাক্তার দেখাতে হবে।বুটি রোগ হলে ভারী কাজ না করাই উত্তম ।

    • 1309 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 9, 2020 in Arts.

    ১ বছর ……………………..

    • 1498 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 7, 2020 in Education.
    মানবিক বা আর্টস যে নামেই বলিনা কেন। অষ্টম শ্রেণি পাশের পর সবারই মাথায় চিন্তা চলে আসে সাইন্স আর্টস নাকি কমার্স, কি নিয়ে পড়ব,কি নিয়ে পড়ালেখা করলে জীবনে উন্নতি করা সম্ভব!! এই বিষয়গুলা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যাই। আজ আপনাদের চিন্তার কারন কিছুটা হলে দূর হবে বলে আশাকরি। আমাদের সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়ুন।
    ★★ প্রথমেই আসি যাদের মানবিক বা আর্টস নিয়ে পড়া উচিৎ…
    (০১) আপনার টার্গেট যদি থাকে বিসিএস তাহলে অবশ্যই আর্টস বা মানবিক নিয়ে পড়া উচিৎ।
    (০২) আপনি যদি গনিতে দূর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টস বা মানবিক নিয়ে পড়া উচিৎ।
    (০৩) আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষতা থেকে থাকে তাহলে আর্টস নিতে পারেন কারন ইংরেজিতে ভালো না হলে আপনি মানবিক বিভাগে পড়ে বেশিদূর যেতে পারবেন না।
    (০৪) আপনার স্বপ্ন যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়া তবে আপনার মানবিকে পড়া উচিৎ।

    মানবিক নিয়ে পড়ে কি হওয়া যায়
    ★★মানবিক বা আর্টসে পড়ে যেসকল চাকরী পাওয়া যাবেঃ মানবিক বা আর্টসের প্রধান বিষয় আইন বা ল। মানবিকে একমাত্র প্রফেশনাল বিষয় আইন। একমাত্র আইনে পড়েই আপনি নিশ্চিত চাকরীর নিশ্চয়তা পাবেন। আর দ্বিতীয় কোন বিষয় থাকলে সেটা ইংরেজি। ইংরেজি নিয়ে পড়লে আপনি বিসিএস পরীক্ষায় কিছু এডভান্টেজ পাবেন। তৃতীয় বিষয় পাবলিক এডমিনিস্ট্রেশন। এখন অনেকেই ভাবছে আমি ইকোনোমিকস বা অর্থনীতির কথা কেন বলছিনা। আসলে বাংলাদেশে অর্থনীতি বিষয়ের জনপ্রিয়তা বাড়ে ডঃ ইউনুছ নোবেল পাওয়ার পর!! ইউনুস নোবেল পাওয়ার আগে অর্থনীতিকে কেউ এতটা দাম দিত না। অনেকেই ভাবে ইকোনমিকস পড়ে ব্যাংকে চাকরি পাওয়া যায়। আসলে ব্যাংকের সাথে ইকোনমিকস এর কোন সম্পর্ক নেই। ডঃমোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার পর, গ্রামীণ ব্যাংকে ইকোনমিকস ডিপার্টমেন্ট এর স্টুডেন্টদের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের দেখাদেখি অন্যান্য ব্যাংকগুলো ইকোনোমিক ডিপার্টমেন্ট অগ্রাধিকার দেয়া শুরু করে। বাস্তবিক অর্থে ইকোনোমিকস ডিপার্টমেন্ট যেসকল সিলেবাস পড়ানো হয় তা ব্যাংকে কাজে কোন ভূমিকা রাখেনা। যে স্টুডেন্টের জীবকে ২৫ ভাগ সময় কাটে হিসেবের ঘর কাটতে কাটতে, ২৫ ভাগ কাটে ক্যালকুলেটর চাপতে চাপতে, বাকী ৩০ ভাগ কাটে হিসেব মিলেনি হিসাব মিলেনে বলতে বলতে!! আর বাকী ২০ ভাগ সময় কাটে হিসেবের গড়মিল মিলাতে মিলাতে!!!! আপনি নিশ্চই বুঝতে পেরেছেন,আমি কোন ডিপার্টমেন্ট এর কথা বলছি। আমি হিসাববিজ্ঞান বিভাগের কথা বলছি। আর অর্থনীতি ডিপার্টমেন্ট হাতেগোনা কিছু অংক করেই তারা ব্যাংকের চাকরির জন্য যোগ্য মনে করে। বাংলাদেশের সকল ব্যাংকে যদি বিবিএ বা কমার্সের স্টুডেন্টদের অগ্রাধিকার দেয়া হতো তাহলে আজ ব্যাংক খাতে এই অচালাবস্থার সৃষ্টি হতোনা।
    যতই লাফালাফি করুক না কেন,ইকনোমিকস ডিপার্টমেন্ট এ পড়ে বিসিএস ছাড়া কোন গতি নেই।
    তার মানে আপনার লক্ষ যদি থাকে কোন স্কুল কলেজের শিক্ষকতা করা বা বিসিএস/সরকারি চাকরি করা,তবে অবশ্যই মানবিক নিয়ে পড়তে পারেন।
    ★★যাদের মানবিক নিয়ে পড়া উচিৎ নয়ঃ
    (০১) আপনার ইচ্ছে যদি থাকে ব্যাংকে চাকরী করা তাহলে মানবিকে না পড়ে কমার্সে পড়ার চেস্টা করুন।
    (০২) আপনার যদি ভালো বেসরকারি জব করার টার্গেট করে থাকেন,তাহলে অবশ্যই আর্টস বা মানবিকে পড়া উচিৎ না।
    (০৩) আপনার যদি ইচ্ছে থাকে উচ্চ বেতনে বেসরকারি চাকরি করা,তবে আপনার মানবিকে পড়া উচিৎ না। কারন মাববিকে পড়ে, মামা-কাকা ছাড়া বেসরকারি জব পাওয়া কস্টকর।
    আশাকরি আমাদের এই আর্টিকেল পড়ে আপনাদের কিছুটা হলেও ধারনা হয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে, সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মেধাবী ছেলেমেয়ে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় অষ্টম শ্রেণি পাশের পর বা এসএসসির পর মানবিক বিভাগে চলে আসে। কিন্ত মানবিকে পড়ে হয়তোবা আপনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। ৪-৫ বছর পাবলিক বিশ্ববিদ্যালয় টিশার্ট পড়ে ক্যাম্পাস ঘুরে বেড়াবেন। কিন্তু  মানবিক বিষয় পড়ে ভার্সিটি লাইফ শেষে ঠিকই আবার আগের মতই বিসিএস প্রস্তুতি নিতে হবে। যেখানে আপনি আর আপনার সাথে ডিগ্রিতে পড়া বন্ধুরাও সমান অগ্রাধিকার পাবে।
    সুতরাং মানবিক বা আর্টসে পড়ার আগে আপনি কি চান,আপনার মনের ইচ্ছে কি সেটা নিজেকে একবার প্রশ্ন করুন, আর আমাদের পোস্ট’টি আবারো একবার পড়ুন।
    (০৫) আপনার মধ্যে যদি পর্যাপ্ত ধৈর্য শক্তি থাকে তাহলে আপনি মানবিকে পড়তে পারেন। ধৈর্য না থাকলে আপনি মানবিক পড়ে বেশিদূর যেতে পারবেন না।
    • 1352 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 7, 2020 in Biography.

    https://www.bbc.com/bengali/news-45662110

    • 1425 views
    • 2 answers
    • 0 votes