yash56's Profile
Good
361
Points

Questions
17

Answers
19

  • Good Asked on November 22, 2023 in Website.

    Upwork এবং Fiverr দুটোই বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। উভয় মার্কেটপ্লেসেই লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট রয়েছে। তাহলে, কোন মার্কেটপ্লেসে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন? এটি নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের ধরনের উপর।

    Upwork সাধারণত বড় প্রকল্প এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য উপযুক্ত। এই মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন, যেমন- সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি।

    Fiverr সাধারণত ছোট প্রকল্প এবং একক কাজের জন্য উপযুক্ত। এই মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন, যেমন- লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি।

    তাহলে, কدام মার্কেটপ্লেসে আপনার জন্য বেশি উপযুক্ত? এটি আপনার নিজের সিদ্ধান্ত নিতে হবে। তবে কিছু টিপস দেওয়া হল:

    যদি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আপনি Upwork-এ কাজ করতে পারেন।
    যদি আপনি নতুন হন এবং আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি Fiverr-এ কাজ করতে পারেন।
    যদি আপনি বড় প্রকল্প এবং দীর্ঘমেয়াদী চুক্তির খুঁজছেন তাহলে আপনি Upwork-এ কাজ করতে পারেন।
    যদি আপনি ছোট প্রকল্প এবং একক কাজের খুঁজছেন তাহলে আপনি Fiverr-এ কাজ করতে পারেন।
    আপনি উভয় মার্কেটপ্লেসেই কাজ করতে পারেন। এটি আপনাকে আরও ক্লায়েন্ট পেতে সাহায্য করবে।

    আপনার জন্য কোন মার্কেটপ্লেসটি বেশি উপযুক্ত, তা জানতে আপনি উভয় মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন। কিছুদিন কাজ করার পর আপনি দেখতে পারবেন কোন মার্কেটপ্লেসে আপনি বেশি ক্লায়েন্ট পচ্ছেন এবং বেশি আয় করতে পারছেন।

    • 115 views
    • 2 answers
    • 0 votes
  • Good Asked on November 22, 2023 in Website.

    অনলাইনে ছোট ছোট ইনকাম করে টাকা নিতে চান ? আমার সাথে করুন প্রতিদিন ১৫০ টাকা হলেই নিতে পারবেন পকেটে! #ইনকাম
    কিভাবে আমি কী করে ফাইভার এবং ফাইভারের বাইরে বেশি গ্রাহক পেতে পারি?
    Pixabay থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
    কিভাবে আমি কী করে ফাইভার এবং ফাইভারের বাইরে বেশি গ্রাহক পেতে পারি?
    কিভাবে Online থেকে টাকা কামানোর যায়?
    অনলাইনে ছোট ছোট ইনকাম করে টাকা নিতে চান ? আমার সাথে করুন প্রতিদিন ১৫০ টাকা হলেই নিতে পারবেন পকেটে! #ইনকাম
    এমন কি অনলাইনে ব্যবসা আছে যে একবারই কাজ করলে প্রতিনিয়ত টাকা উপার্জন করতে পারব?
    আমার টাকার প্রয়োজন খুব বেশি প্রয়োজন। আর টাকার জন্য আমি যেকোনো কাজ করতে রাজি। কারো জানা থাকলে বলুন কিভাবে ৩/৪ দিনের মধ্যে ২ লক্ষ টাকা পাবো? যেকোনো কাজ করতে রাজি।
    কিছু না করে কি টাকা রোজগার করা সম্ভব?
    টাকা ইনকাম করা কঠিন। না খরচ করা কঠিন ?
    কিভাবে Online থেকে টাকা কামানোর যায়?
    ফ্রিল্যান্সিং শিখতে গেলে কি কি গুন দরকার জানতে পারি?
    অনলাইন টাকা কমানোর ভালো সাইট কোনটা?
    কি ভাবে ফাস্ট ফুড বাংলাদেশে ব্যবসা করবো
    কিভাবে সহজে অনলাইন থেকে টাকা উপার্জন করব?
    ফ্রিল্যান্সিং শিখে কি বিশেষ কিছু লাভ হবে?
    কিভাবে আপওয়ার্কে (Upwork) নতুন ক্লায়েন্ট পাবো?
    কিভাবে Online থেকে টাকা কামানোর যায়?
    আমাদের সমাজ এবং বেশিরভাগ নারী টাকা দিয়ে পুরুষের বাচ বিচার করে কেন ?
    আমার আয়ের কোনো উৎস নেই। আগের জমানো আমার কাছে ১০ লক্ষ টাকা আছে। এই টাকা আমি কী করলে মাসে ১০-১৫ হাজার টাকা আমার আয় হবে? কী কাজে লাগালে/কোথায় জমা রাখলে/কী করলে হালাল উপায়ে আয় করতে পারব?
    LinkedIn থেকে কিভাবে আয় করা যায় একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ? একটু বর্ণনা করে বলবেন!
    কিভাবে qoura তে টাকা ইনকাম করব সহজ উপায়ে?
    প্রত্যেকদিন কম করে ১০০ টাকা অনলাইনে কীভাবে উপার্জন করা সম্ভব?
    কিভাবে qoura তে টাকা ইনকাম করব সহজ উপায়ে?
    অনলাইনে ছোট ছোট ইনকাম করে টাকা নিতে চান ? আমার সাথে করুন প্রতিদিন ১৫০ টাকা হলেই নিতে পারবেন পকেটে! #ইনকাম
    শিক্ষাগত যোগ্যতা বাদে এবং পুঁজি বাদে কিভাবে মোটা অংকের অর্থ উপার্জন করা যায়?
    আমি একজন ইঞ্জিনিয়ার আমার বেতন ৮০,০০০ টাকা আমি একটি গাড়ি কিনতে চাই আমার এখন বাজেট ৪৫ লক্ষ টাকা আমি এখন কী গাড়ি কিনবো?
    ফাইবার ও আপওয়ার্ক মার্কেটপ্লেস ২টির মধ্যে কোনটিতে বেশি কাজ পাওয়া যায়?
    Upwork এবং Fiverr দুটোই বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। উভয় মার্কেটপ্লেসেই লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট রয়েছে। তাহলে, কোন মার্কেটপ্লেসে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন? এটি নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের ধরনের উপর।

    Upwork সাধারণত বড় প্রকল্প এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য উপযুক্ত। এই মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন, যেমন- সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি।

    Fiverr সাধারণত ছোট প্রকল্প এবং একক কাজের জন্য উপযুক্ত। এই মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন, যেমন- লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি।

    তাহলে, কدام মার্কেটপ্লেসে আপনার জন্য বেশি উপযুক্ত? এটি আপনার নিজের সিদ্ধান্ত নিতে হবে। তবে কিছু টিপস দেওয়া হল:

    যদি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আপনি Upwork-এ কাজ করতে পারেন।
    যদি আপনি নতুন হন এবং আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি Fiverr-এ কাজ করতে পারেন।
    যদি আপনি বড় প্রকল্প এবং দীর্ঘমেয়াদী চুক্তির খুঁজছেন তাহলে আপনি Upwork-এ কাজ করতে পারেন।
    যদি আপনি ছোট প্রকল্প এবং একক কাজের খুঁজছেন তাহলে আপনি Fiverr-এ কাজ করতে পারেন।
    আপনি উভয় মার্কেটপ্লেসেই কাজ করতে পারেন। এটি আপনাকে আরও ক্লায়েন্ট পেতে সাহায্য করবে।

    আপনার জন্য কোন মার্কেটপ্লেসটি বেশি উপযুক্ত, তা জানতে আপনি উভয় মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন। কিছুদিন কাজ করার পর আপনি দেখতে পারবেন কোন মার্কেটপ্লেসে আপনি বেশি ক্লায়েন্ট পচ্ছেন এবং বেশি আয় করতে পারছেন।

    • 115 views
    • 2 answers
    • 0 votes
  • Good Asked on November 22, 2023 in Education.

    কুরআন, হাদীস, ইজমা ও কিয়াস।

    এগুলোর মাঝে কুরআন ও হাদীস হলো স্বতন্ত্রভাবে মৌলিক দুটি উৎস, আর ইজমা ও কিয়াস হচ্ছে কুরআন ও হাদীস কতৃক সমর্থিত দুটি যৌগিক উৎস।

    এবার প্রশ্ন যেহেতু হাদীস নিয়ে তাই হাদীস নিয়েই আলোচনা করছি।

    প্রথমেই এটা জেনে রাখা অত্যাবশ্যক যে সিহাহ সিত্তাহ বা হাদীসের প্রধান ছয়টি গ্রন্থ মানেই এমন নয় যে এগুলোতে যতগুলো হাদীস আছে সবগুলোই সহীহ বা গ্রহণযোগ্য, অথবা এই সিহাহ সিত্তার যেসকল হাদীসগুলো সহীহ, সেগুলো অন্যান্য হাদীস-গ্রন্থের সকল সহীহ হাদীসগুলোর চেয়ে বেশি শক্তিশালী।

    বরং প্রচুর য‌ঈফ অথবা দুর্বল এমনকি জাল হাদীস‌ও সিহাহ সিত্তার হাদীসগুলোর মধ্যে পাওয়া যায়। আর এটাও বেশ বড়রকমের ফাউ একটা কথা যে অন্যান্য গ্রন্থের সকল সহীহ হাদীসগুলোর চেয়ে সিহাহ সিত্তার হাদীসগুলো বেশি শক্তিশালী। বরং উভয় গ্রুপ‌ই হাদীসের শুদ্ধতার মাত্রা কমবেশি হওয়ার মামলায় গুরুত্বের দিক থেকে এক‌ই শ্রেণীর, শুধু বিশেষ কিছু বিচ্ছিন্ন কারণে উভয়ের ক্ষেত্রগুলো জাস্ট আলাদা। আর সিহাহ সিত্তার শুধু গ্রন্থগুলোর ক্ষেত্রে প্রাধান্য অর্জিত হয়ে গেছে, এই হচ্ছে কথা।

    তাই সিহাহ সিত্তার কোনো হাদীসই কুরআনের বিপক্ষে যেতেই পারে না- এমনটা কেউ ভেবে বসলে তা হবে বেশ বোকা বোকা ও মূর্খতাপূর্ণ এক ব্যাপার। কারণ সিহাহ সিত্তার মধ্যে যেই দুর্বল এবং বানোয়াট হাদীসগুলো রয়েছে সেগুলোর কোনো কোনোটা কিন্তু কুরআনের বিরুদ্ধে যেতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর দুর্বল কিংবা বানোয়াট হাদীস তো এমনিতেই কুরআনের বিপক্ষে না গেলেও সাধারণ পর্যায়ে আমলযোগ্য নয়। (তবে একাধিক শর্তসাপেক্ষে যে দুর্বল হাদীস কুরআনের বিপক্ষে যায়নি তার ওপর আমল করা যাবে, অবশ্য বানোয়াট হাদীস এর ব্যতিক্রম কেননা এটা সর্বাবস্থায় পরিত্যাজ্য।)

    তাই এই জাল-য‌ঈফগুলোর কারণেই কিন্তু পুরো সিহাহ সিত্তা আগাগোড়া সহীহ হতে পারেনি।

    বাকী র‌ইলো সিহাহ সিত্তার সহীহ হাদীসগুলোর কথা।

    তা কথা হচ্ছে যে, সহীহ হাদীসগুলোও কি কুরআনের বিপক্ষে যেতে পারে?

    মূলত এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়াটা একদমই বৈধ নয়। বরং শুধুই সিহাহ সিত্তাহ নয়, বরং এগুলো ছাড়া আরও যতগুলো হাদীসের গ্রন্থ রয়েছে সেই সবগুলো গ্রন্থের গ্রহণযোগ্য সহীহ হাদীসগুলো প্রধানত মোট তিন প্রকারের।

    মুতাওয়াতির, মাশহুর ও খবরে ওয়াহেদ।

    মুতাওয়াতির এবং মাশহুর, এই দুই শ্রেণীর হাদীসের সাথে কুরআনের বিরোধিতা থাকা নীতিগতভাবে অসম্ভব। আর বাস্তবেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই দুই গ্রুপের মাঝে কোনো বিরোধিতা পাওয়া যায়নি।

    তাই “কুরআন নাকি এই দুইটার কোনো একটাকে বাদ দিতে হবে” এমন কোনো প্রশ্ন‌ই ওঠে না।

    তবে খবর ওয়াহেদ যেটা বললাম, সেটা সহীহ হলেও সামান্য কিছু অসম্পূর্ণতার কারণে তা মুতাওয়াতির এবং মাশহুরের সমান হতে পারেনি। আবার কখনো কখনো একে কুরআনের সাথে বিরোধিতা করতেও দেখা গেছে। তো বলাই বাহুল্য যে কুরআনের বিপক্ষে সেই খবরে ওয়াহেদ হাদীসকে মোটেও সবসময়ের জন্য শক্তপোক্ত সমর্থনকারী হিসেবে দাঁড় করানো সম্ভব হবে না।

    তবে হ্যাঁ, কোনো খবরে ওয়াহেদ আপাতদৃষ্টিতে কুরআনের বিরুদ্ধে গিয়েছে বলে মনে হলেই যে সেটাকে দেয়ালে ছুড়ে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয়, বরং এটা হাদীসের বিরুদ্ধে অবহেলা কিংবা অবজ্ঞাবশত তৈরী হ‌ওয়া চরমপন্থার একটি কুৎসিত মনোভাবের বহিঃপ্রকাশ। এক্ষেত্রে বরং যথাসাধ্য চেষ্টা করতে হবে যেন যথেষ্ট জ্ঞানী ও অভিজ্ঞ পরহেজগার আলেমগণ কতৃক কুরআন এবং এই খবরের ওয়াহেদের মাঝে সমন্বয় সাধন করা যায়, যেটাকে উসুলে ফিকহের পরিভাষায় “তাতবীক” বলে।

    তো চেষ্টার পর‌ও যদি তাতবীক সম্ভব না হয় তাহলে তখন‌ই হাদীসটিকে বাদ দেওয়া যাবে, আর যদি তাতবীক করেই ফেলা যায় তাহলে তো আর কথাই নেই, হ্যাপি অ্যাডজাস্টমেন্ট !

    তবে অনেকে আবার তাতবীকের ক্ষেত্রে জালিয়াতিও করে থাকে, যেমন কুরআন থেকে অলরেডি নিজেদের প্রবৃত্তির পক্ষে মনমতো কোনো একটা আয়াত বেছে নেয়, পরে সেটার সমর্থনে অন্য আরেকটা এমন খবরে ওয়াহেদকেও ব্যাখ্যা হিসেবে দাঁড় করায় যেটা আদতে তাদের প্রবৃত্তির সাথে পুরোপুরি সাংঘর্ষিক ছিল, পক্ষে নয়।

    তো এভাবেই ওরা সুক্ষ্মভাবে জালিয়াতি করে সেটাকে নিজেদের পক্ষে নিয়ে নিজেদের প্রবৃত্তির চাহিদাকে আরও বেশি বৈধ করার কুপ্রচেষ্টা চালায়। তো এ ধরনের প্রবৃত্তিপূজারী কথিত ইসলামী গবেষক ও আলেমদের খুঁজে বের করে তাদের থেকে আমাদের‌ও যথাসম্ভব দূরত্ব বজায় রাখার সুপ্রচেষ্টা চালাতে হবে।

    উসুলে ফিকহের গ্রন্থগুলোতে খবরে ওয়াহেদ বাদ দেওয়ার কিংবা তাতবীক করার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যে খবরে ওয়াহেদই কুরআনের সাথে টক্কর দিয়েছে তা হয় বাদ পড়ে গেছে আর নয়তো কোনোভাবে নিজেকে অন্য কোনো উপায়ে সামলে নিয়েছে।

    যেমন কুরআন থেকেই বোঝা যায় যে প্রাপ্তবয়স্কা নারী নিজ থেকেই বিয়ে করতে পারবে অভিভাবকের অনুমতি ছাড়াই (২:২৩০ ও ২৩২), অথচ সহীহ একটি খবরে ওয়াহেদে নারীর বিয়ের শুদ্ধতার জন্য অভিভাবকের উপস্থিতিকে শর্ত করা হয়েছে যেন অনুমতি লাভ করা যায়, পুরোই উল্টো ব্যাপার কিন্তু।

    অতএব হাদীসটি কুরআনবিরোধী, আর এদের মাঝে তাতবীক‌ করাও বেশ মুশকিল বা অসম্ভব বিধায় অধিকাংশ উলামায়ে কেরাম একে বাদ দিয়েছেন। এটা হচ্ছে খবরে ওয়াহেদ বাদ দেওয়ার উদাহরণ।

    আবার কুরআনে ওজুর ক্ষেত্রে নিয়ত করার কোনো শর্ত করা হয়নি, কিন্তু সহীহ হাদীসে যেকোনো কাজের ক্ষেত্রে নিয়ত করার কথা এসেছে যার মাঝে ওজুও আসে।

    তো এখন যেহেতু উভয়ের মাঝে বিরোধিতা দেখা যাচ্ছে অথচ উভয়টাই জরুরী তাই উভয় মতকে টিকিয়ে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে কুরআনে যা যা করার কথা বলা হয়েছে ততটুকু হবে ফরজ আর হাদীসে যতটুকু এসেছে ততটুকু হবে সুন্নাহ। এটা ছিলো তাতবীক।

    এছাড়াও মজার কথা হচ্ছে যে খবর ওয়াহেদ সহীহ হয়েও এতটাই দুর্বল হতে পারে যে এটা যদি কোনোভাবে কিয়াসের বিপক্ষে চলে যায়, তাহলে কিয়াস‌ও এর ওপর প্রাধান্য পাবে। অথচ কিয়াস হচ্ছে যৌগিক, মৌলিক নয় যেমনটা আমরা জেনে এসেছি। তো কিয়াসের ব্যাপারে যখন এই কথা, তাহলে মুতাওয়াতির এবং মাশহুরের সাথে কনফ্লিক্ট দেখা দিলে তো আরো আগে বাদ পড়ে যাবে।

    খবরে ওয়াহেদের কিয়াস ও অন্যান্য হাদীসগুলোর সাথে টক্কর দেওয়ার‌ও অনেক উদাহরণ রয়েছে, তবে আলোচনা আর দীর্ঘ করতে চাচ্ছি না বলে সেগুলো আনলাম না। আর যতটুকু আলোচনা করলাম তা অনেকটাই ক্ষুদ্র, নয়তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হলে কয়েক পর্বে চালিয়ে যেতে হবে, উসূলে ফিকহে এবিষয়ক অধ্যায়ের ফিরিস্তি বেশ দীর্ঘ।

    শেষমেষ জরুরী যে কথাটা না বললেই নয় তা হচ্ছে, ঢালাওভাবে এককথায় একথা বলা একদমই সঠিক নয় যে কোনো একটা হাদীস কুরআনের বিপক্ষে গেলেই তা ফেলে দিতে হবে; যেমনটা এই প্রশ্নের অন্যান্য উত্তরগুলোতে অসভ্য ও অশিক্ষিত কিছু উত্তরদাতা উল্লেখ করেছে।

    আবার সেই সকল লোকদের ধারণাও ভুল যারা মনে করে যে একটা সহীহ হাদীস মানেই তা অনেক বিশাল কিছু, অথবা হাদীস সহীহ হওয়ার অর্থই হচ্ছে সেটাকে চরমভাবে মানতে হবে; না মেনে উপায় নেই, কিংবা কাউকে কোনো একটা সহীহ হাদীসের বিরুদ্ধে বলতে শুনলেই তাকে কাফের, ভন্ড, বিদআতি হেনতেন আরো কত কিছু বলা- মোটকথা এসবই মূর্খতাসূলভ কাজ যেমনটা উপরের দীর্ঘ আলোচনা থেকে বোঝা গেল, ক্লিয়ার?

    আল্লাহ তাআলা আমাদেরকে যেকোনো বিষয়ে সঠিক জ্ঞান লাভের তৌফিক দিন, আর তা যেন সততার অধিকারী জ্ঞানীদের থেকেই অর্জিত হয়, অসভ্যদের থেকে নয়। আমীন ইয়া রব…

    • 92 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on November 17, 2023 in Education.

    মানুষের স্নায়ুতন্ত্র আছে, এদের কোনোটা আমাদের স্বাদ চিনতে সাহায্য করে, কোনোটা দুর্গন্ধ বা সুগন্ধের ফারাক তৈরি করে। কিন্তু গন্ধ বোঝার জন্য যেমন স্নায়ুতন্ত্র আছে, সময় বোঝার জন্য এমন কোনো বিশেষ স্নায়ুতন্ত্র নেই। তার পরও মস্তিষ্কের কিছু জটিল ক্রিয়া আমাদের সময় বুঝতে সাহায্য করে।

    মানবদেহে সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান ছন্দ বলে একটা ব্যাপার থাকে।

    এ ব্যাপারটি আমাদের সময় সম্পর্কে সচেতন করে দেয়। যেমন একজন ব্যক্তি রোজ ১০টা বাজলে ঘুমাতে যান। ঠিক ১০টা বাজলেই তাঁর চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। তিনি যদি সকাল ৬টায় ঘুম থেকে ওঠেন, সেটার জন্য ঘড়ির অ্যালার্ম বাজানোর দরকার হয় না।

    ঠিক সময়েই তাঁর শরীর জেগে ওঠে। একান্ত অসুস্থ বা নিয়ম-কানুন না মানা মানুষের জন্য দেহিঘড়ি তেমন কাজ করে না। দেখা যায়, এ কারণে মানসিক অসুস্থতাসহ নানা রকম শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

    আগেই বলেছি, মস্তিষ্কের কিছু জটিল ক্রিয়া আমাদের সময় বুঝতে সাহায্য করে।

    এদেরকে বলে ‘টাইম সেল’ বা সময় কোষ। এই কোষগুলো থাকে মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অঞ্চলে। এ অঞ্চলেই মানুষের স্মৃতি সংরক্ষিত থাকে।

    ২০১৮ সালে ইঁদুরের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অঞ্চলে বিজ্ঞানীরা প্রথম টাইম সেলের সন্ধান পান। ২০২২ যুক্তরাষ্ট্রের দি ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারের গবেষক ব্রাডলি লেগা আর তাঁর সহকর্মীরা মানুষের হিপ্পোক্যাম্পাসেও টাইম সেল আবিষ্কার করেন।

    লেগা অবশ্য সময় কোষ কিভাবে কাজ করে, তার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, টাইম সেল কোষ কিভাবে কাজ করে, সেটা বুঝতে হলে প্লেস সেল বা ‘স্থান নির্দেশক কোষ’ কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। যখন একটা প্রাণী কোনো লম্বা সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে সোজাসুজি হেঁটে যায়, তখন স্থান নির্দেশক কোষগুলো রৈখিক পদ্ধতিতে সিগন্যাল দেয়। সময় কোষের ব্যাপারটাও এমন, তবে এটা সময়ের জন্য সিগন্যাল দেয়।

    ধরা যাক, আপনি টিভিতে নাটক দেখবেন। নাটকটার দৈর্ঘ্য এক ঘণ্টা। কিংবা ধরুন আপনি সিনেমা দেখতে গেছেন। সিনেমার দৈর্ঘ্য দুই ঘণ্টা ২০ মিনিট। কিন্তু আপনি নির্দিষ্ট করে জানেন না, ঠিক কতটুক দৈর্ঘ্য নাটক বা সিনেমার। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে মস্তিষ্ক মোটমুটি একটা ধারণা করে নেয়। টিভি নাটকের জন্য ধরে নিয়েছে ৪৫-৫০ মিনিট, আর সিনেমার জন্য ধরে নিল দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা। মস্তিষ্ক এই যে সময়টা অতীত অভিজ্ঞতা থেকে অনুমান করে নিয়েছে, এ ধরনের একেকটা সময়কালকে বলে ‘এপিসোড’ বা পর্ব। আপনার কী করছেন তার ওপর ভিত্তি করে একেকটা পর্ব কতটা দীর্ঘ হতে পারে, এটা মস্তিষ্ক অনুমান করে। লেগা বলেন, ‘আপনি কোন কোন ইভেন্টে অংশ নিচ্ছেন, তার প্রতিটার জন্য মস্তিষ্কে সময়ের আলাদা আলাদা খসড়া টেমপ্লেট রয়েছে।’

    আপনার অভিজ্ঞতা যত স্পষ্ট, সময়ের পর্বগুলো তত বেশি ভাগে বিভক্ত। ধরা যাক, আপনি নিত্যদিন যেসব কাজ করেন, সেই কাজই আজ করছেন। এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় আসলে খুব বেশি হেরফের হচ্ছে না। আর দশটা সাধারণ দিনের মতো সেই দিনটা কেটে যাবে, মস্তিষ্ক মনে রাখার মতো কিছু খুঁজে পাবে না। কিন্তু ধরা যাক, একদিন রুটিন ভেঙে কোথাও বেড়াতে গেলেন। বেশি দূরে হয়তো নয়। আশপাশের মনোরম কোনো দর্শনীয় স্থানে ঘুরতে গেলেন। এক জায়গায় নয়, এক দিনে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন, প্রতিটি জায়গায় আপনার মস্তিষ্কের ওপর বিশেষ প্রভাব ফেলল। সেই দিনটা কিন্তু আপনার নিত্যদিনের মতো মনে হবে না। রাতে ঘুমানোর সময় সারা দিনের স্মৃতিচারণা করলে দিনটি আপনার কাছে বেশ দীর্ঘ মনে হবে। প্রতিটি জায়গার জন্য ঘোরার সময়টাকে মস্তিষ্ক আলাদা আলাদা পর্বে ভাগ করে ফেলবে। এমনও হতে পারে প্রতি পাঁচ মিনিট বা ১০ মিনিটে একটা করে পর্ব তৈরি করে ফেলেছে মস্তিষ্ক।

    শুধু তা-ই নয়, যে স্থানেই গেছেন সেখানেই আলাদা আলাদা অনেকগুলো ঘটনা হয়তো ঘটে গেছে। হয়তো কোথায় ভালো ফুচকা খেয়েছেন, কোথাও নাগরদোলায় চড়েছেন, কোথাও হয়তো কারো সঙ্গে কথা-কাটাকাটাকাটি হয়েছে—এসব ঘটনাকেও আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলবে টাইম সেল। সে ধরনের ঘটনা আবার যদি ঘটে, তখনো সেগুলোর জন্য আলাদা আলাদাভাবে সময় অনুমান করে নেবে মস্তিষ্ক। তখন প্রতিটি ঘটনার সমন্বয়ে তৈরি একটা পর্ব অনেকটাই ধীর মনে হবে আপনার কাছে। অর্থাৎ টাইম সেল ব্যাখ্যা করতে পারে, কেন একটা ঘটনা দ্রুত ঘটছে বলে মনে আপনার কাছে। আসলে এসব পর্বগুলো, ঘটনাগুলোকে আলাদা আলাদাভাবে নির্দেশ করতে পারে বালে, সেটা যদি দুই সেকেন্ডে হয় তাহলে টাইম সেল দুই সেকেন্ড পর সিগন্যাল দেবে। সেটা যদি দুই মিনিট হয়, তাহলে প্রতি দুই মিনিট পর টাইম সেল সিগন্যাল তৈরি করবে। তখন আপনি আরো সূক্ষ্মভাবে সময়ের বয়ে চলার ব্যাপারটা বুঝতে পারবেন।

    সময় বয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে সাহায্য করে আরেক ধরনের কোষ। এদের নাম র‌্যাম্পিং সেল। যখন একটা নতুন পর্ব শুরু হয়, তখন র‌্যাম্পিং সেলগুলো তীব্রভাবে উদীপ্ত হয়। টাইম সেলের সঙ্গে র‌্যাম্পিং সেল কাজের সমন্বয় করেই আমাদের সময় বুঝতে সাহায্য করে।

    এখন কথা হলো, স্থান আর কালকে কিভাবে মস্তিষ্ক একই সঙ্গে অনুধাবন করে। আগেই বলে বলা হয়েছে, কোনো বস্তুর অবস্থান কোথায়, সেটা বুঝতে সাহায্য করে মস্তিষ্কের প্লেস সেল। আর সময় বুঝতে সাহায্য করে টাইম সেল। একটা ঘটনা কখন কোথায় ঘটছে এ দুটি বিষয় একসঙ্গে বোঝার জন্য টাইম সেল আর ‘প্লেস সেল’ একসঙ্গে কাজ করে। একই সঙ্গে সাউন্ড বা শব্দ, গন্ধ নির্ণয়কারী কোষগুলোও একই সঙ্গে প্যাকেজ আকারে কাজ করে। এদের মিলিত কর্মকাণ্ডই আমাদের পুরো ঘটনার সময়, স্থান, গন্ধ ও শব্দ সম্পর্কে একটা স্মৃতি তৈরি করে, যেগুলো একটা পর্ব হিসে ঠাঁই করে নেয় স্মৃতি কোষে।

    এভাবেই মস্তিষ্কে সময় বয়ে যাওয়ার অনুভূতি তৈরি হয়।

    • 184 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on November 17, 2023 in Freelancing.

    ফ্রিল্যান্সিংয়ের জন্য বিভিন্ন দক্ষতার প্রয়োজন হয়, তবে কিছু মৌলিক দক্ষতা রয়েছে যা যে কোনো ফ্রিল্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ।

    1. কমিউনিকেশন দক্ষতা: ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে সক্ষম হওয়া গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা বুঝতে পারতে হবে এবং আপনি তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন তা সম্পর্কে তাদের জানাতে হবে।

    2. সময় ব্যবস্থাপনা দক্ষতা: একটি ফ্রিল্যান্সার হিসাবে, আপনি আপনার সময় নিজেই পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত। আপনি একাধিক প্রজেক্টে কাজ করতে সক্ষম হওয়া উচিত এবং আপনার সময়সীমা মেনে চলতে সক্ষম হওয়া উচিত।

    3. সংগঠন দক্ষতা: আপনার ফ্রিল্যান্সিং কাজ ভালোভাবে পরিচালনা করতে, আপনি সংগঠিত হওয়া উচিত। আপনার কাজের জন্য একটি সিস্টেম থাকতে হবে এবং আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য সহজে অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত।

    4. স্ব-প্রেরণা দক্ষতা: ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, আপনি নিজেকে অনুপ্রাণিত করতে সক্ষম হওয়া উচিত। আপনি নিজেই আপনার বস, তাই আপনি নিশ্চিত করতে হবে যে আপনি আপনার কাজের উপর মনোযোগী থাকেন এবং আপনার লক্ষ্যগুলি অর্জন করতে কাজ করেন।

    5. শেখার দক্ষতা: ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, আপনি নতুন বিষয় শিখতে সক্ষম হওয়া উচিত। আপনার ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা পূরণ করতে, আপনি আপনার দক্ষতা আপডেট করতে হবে এবং নতুন শিল্প এবং শিল্প শিখতে হবে।

    এই মৌলিক দক্ষতার পাশাপাশি, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফল করার জন্য আপনার কিছু বিশেষ দক্ষতাও প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন লেখক হতে চান, তাহলে আপনার দৃষ্টি আকর্ষণকারী এবং ত্রুটিহীন লেখার দক্ষতা থাকতে হবে। যদি আপনি একজন ডিজাইনার হতে চান, তাহলে আপনার সৃজনশীল এবং আপনার ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে।

    আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে, আপনার দক্ষতাগুলির উপর ফোকাস করা এবং আপনার ক্লায়েন্টদের জন্য উচ্চ-মানের কাজ সরবরাহ করা গুরুত্বপূর্ণ। আপনি নিজের খ্যাতি গড়ে তুলতে এবং আরও বেশি ক্লায়েন্টদের আকর্ষণ করতে আপনার পেশাদার নেটওয়ার্কও তৈরি করতে পারেন।

    • 105 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on November 12, 2023 in Freelancing.

    মার্কেটপ্লেসের বাইরে আরও ক্লায়েন্ট পাওয়ার অনেক উপায় রয়েছে। কয়েকটি জনপ্রিয় উপায় হলো:

    • সোশ্যাল মিডিয়া ব্যবহার করা: আপনার দক্ষতাগুলি প্রদর্শন করতে এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আপনি আপনার কাজের ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন, আপনার দক্ষতা সম্পর্কে ব্লগ পোস্ট লিখতে পারেন, এবং রিলেভেন্ট গ্রুপগুলিতে যোগদান করতে পারেন।

    • নেটওয়ার্কিং করা: আপনার শিল্পে অন্যান্য পেশাদারদের সাথে নেটওয়ার্কিং করা আপনার ক্লায়েন্ট বেস বাড়ানোর একটি দুর্দান্ত উপায়। আপনি শিল্পের ইভেন্টগুলিতে অংশ নিতে পারেন, অনলাইন ফোরামগুলিতে যোগদান করতে পারেন, এবং অন্যান্য পেশাদারদের সাথে যোগাযোগ করতে আপনার লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করতে পারেন।

    • আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করা: আপনার নিজস্ব ওয়েবসাইট আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করার একটি দুর্দান্ত উপায়। আপনার ওয়েবসাইটে আপনার কাজের নমুনা, আপনার সম্পর্কে তথ্য, এবং আপনার সাথে যোগাযোগ করার উপায় অন্তর্ভুক্ত করুন।

    • রেফারাল পাওয়া: আপনার সন্তুষ্ট ক্লায়েন্টদের কাছ থেকে রেফারাল পাওয়া একটি দুর্দান্ত উপায় নতুন ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য। আপনার ক্লায়েন্টদের আপনার কাজের সাথে সন্তুষ্ট হলে, তাদেরকে আপনাকে অন্যদের কাছে রেফার করতে বলুন।

    • ঠান্ডা ইমেইল পাঠানো: আপনার টার্গেট ক্লায়েন্টদের কাছে ঠান্ডা ইমেইল পাঠিয়ে আপনার সেবা প্রচার করতে পারেন। আপনার ইমেইলগুলি ব্যক্তিগতকৃত করুন এবং আপনার দক্ষতাগুলি ক্লায়েন্টের ব্যবসায়কে কীভাবে উপকার করতে পারে তা দেখান।

    এই কৌশলগুলি ব্যবহার করে আপনি মার্কেটপ্লেসের বাইরে আরও বেশি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার সুযোগ বাড়াতে পারেন। মনে রাখবেন, সফল হতে আপনাকে ধৈর্যধারণ এবং দৃঢ় থাকতে হবে।

    • 112 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on December 9, 2021 in Internet.

    How to Stream Netflix on Discord from a PC

    Streaming Netflix through Discord allows you to communicate with your friends while watching something together, even if you’re far apart. If you’re using Discord on your Mac or Windows computer, here’s what you have to do to stream Netflix:

    1. Open your web browser and navigate to the Netflix website.
    2. At the same time, open Discord and ensure it’s connected to a server.
    3. Click on “Settings” at the bottom of the page and decide which “Activity Status” you’d like to use.
    4. Click on “Add it” and select the tab in your browser with an active streaming service. When you select Netflix, click on “Add Game.”
    5. Once you leave “Settings,” click on the screen icon in the lower-left corner.
    6. In the “Screen Share” pop-up, select the browser tab you want to stream.
    7. Adjust the streaming settings.
    8. Click on “Go Live” and start streaming Netflix.

    The thing that makes Discord streaming so interesting is that you can stream a movie or a TV program, leave your camera on, and let your friends see your reactions to what’s happening on the screen.

    How to Stream Netflix on Discord with Audio

    Audio issues are some of the most common problems among players and viewers on Discord, and it’s important to figure out what’s causing them in time before you go live. There are several reasons why you sometimes can stream content from another platform but can’t hear any sound.

    One of the most common reasons is that Discord often needs administrative access to your computer. If your drivers are not functioning, you won’t be able to watch a movie or be a part of the game, as you won’t be able to hear anything.

    Another issue that users have reported is malfunctioning audio drivers on their devices. When this happens, that usually means that the drivers are corrupt. In that case, you’ll see the images clearly, but unfortunately without any sound.

    Lastly, the “Screen Share” feature lacks stability, and even in its initial phases can create problems with the audio signal. Make sure you’ve enabled all your audio devices and given Discord permission to use them.

    Note: If you’re having trouble streaming with audio on a Mac, there are some extra steps to include audio. Fortunately, Discord has an excellent tutorial you can check out here.

    How to Stream Netflix on Discord Without Black Screen

    If you’re using Discord, there’s a high chance that you’ve experienced a black screen while trying to stream your games or other content. Usually, the reason is your graphics drivers. If you often experience these problems, there are several things you can try to fix this issue:

    1. Update your Discord app.
    2. Turn on/off your hardware acceleration settings.
    3. Turn off all unnecessary programs while streaming.
    4. Clear the cache folder in Discord.

    Should none of these solutions improve the situation, you may have to reinstall Discord. When you install an updated version, there may be no further trouble with streaming. Keep in mind that old computers can also create problems, so you might have to consider getting a newer one if Discord doesn’t work properly.

    How to Stream Netflix on Discord on Android

    Streaming Netflix through the Discord app on your Android phone is not possible, but you can always use it to make voice and video calls. Once you install Discord on your phone, you’ll have to log in or create a new account to talk to your friends.

    All you need to do is create a public or a private server and invite your friends to join. Most users prefer private servers, as they’re ideal for teams or friends. However, public groups are also interesting should you want to meet new people and learn new gaming tactics.

    How to Stream Netflix on Discord on iPhone

    Discord does not allow any iPhone users to stream or screen-share their gaming activities. You can do so only if you’re using Discord on your Windows or Mac computer. On your iPhone, you’re limited only to voice and video calls. However, they’ll have perfect quality sound and almost no lag. The video quality is quite good on all 4G networks. You can’t share your screen just yet, but that option might be possible with future updates.

    Additional FAQs

    Discord is so versatile that it can meet most of your communication needs. If you have more questions about streaming Netflix, keep reading!

    Can You Screen Share Netflix on Discord?

    Yes, you can screen share Netflix in your private groups and use it to watch movies together. Discord allows you to showcase your gaming skills or share what you’re doing with friends, but it offers many more features. Since it’s streaming in high quality, you can use it to help friends with projects, watch something together or play games.

    How Do You Watch a Stream on Discord?

    Streaming is everyone’s favorite activity on Discord, and it’s what makes the platform so popular. If someone is currently streaming, you’ll notice a “Live” icon. Should you want to engage and follow their live stream, you’ll have to click on “Join Stream.” All it takes is one click.

    What Is Go Live on Discord?

    “Go Live” is a Discord feature that allows anyone to stream game sessions in any voice channel to up to 10 people simultaneously. The idea is to recreate an atmosphere where you’re playing a game in a room full of your friends, and you can show them exactly what moves you are making. “Go Live” works with any server, and even though it works best on Windows, Mac, and Linux users can use this feature through their browsers as well.

    Why Is My Screen Black When I Stream Netflix on Discord?

    Black screens are something that many Discord users may recognize. If your cache folder is full or you have a lot of programs working in the background on your computer, the chances are high that you won’t be able to see any video content. Another reason can be that your Discord has not been updated, which is an excellent reason to check regularly.

    If you’re experiencing a lot of black screens on Discord, here are several things that might help:

    • Update your Discord.

    • Turn off all unnecessary programs while you’re streaming.

    • Clear cache folder on Discord.

    • Turn on/off your hardware acceleration settings.

    Another issue is that Netflix is DRM protected, meaning you can’t always share the screen. This is meant to prevent unauthorized sharing between friends. If this is the reason, try using another web browser. Based on our tests, Chrome works just fine. But some users have stated only Firefox works for them. Switching browsers should alleviate the issues.

    Is It Illegal to Stream Netflix on Discord?

    At the moment, there isn’t a definitive answer to this question. According to Netflix’s Terms & Conditions, streaming content with others outside of your household is a violation. Whether you can get into legal trouble for streaming content from Netflix on Discord likely depends on several factors, including your region’s laws, what the purposes for streaming are, and other copyright regulations.

    Can I schedule a watch party on Discord?

    Yes! Thanks to a new Create Event feature, you can pre-schedule your Netflix watch party on Discord. All you need to do is click on the Discord server where you’ll host your watch party. Then, follow these steps:

    1. Click on the arrow icon in the upper left-hand corner to access the dropdown menu.

    2. Click on Create Event.

    3. Choose the source of your live stream and click Next. In this case, we’re using the Voice Channel.

    4. Name your event, select the date & time, add a description, and click Next.

    5. Click Create Event after reviewing.

    6. You will now see the event in the same menu as your channels. Click Event to view it.

    7. Click the people icon to invite members.

    That’s all there is to it! If you want your server members to attend your Netflix watch party, all you need to do is create an event and send out invites.

    • 127 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on September 15, 2021 in Logo Design.

    We can design any kind of Logo. Please visit our website.

    Get inspired by beautiful designs from Design Gallery:
    https://www.5dollargraphics.com/design-gallery/

    Our Reviews:
    https://www.5dollargraphics.com/author/platinumdesignteam/

    All completed projects:
    https://www.5dollargraphics.com/completed-projects/

    Our Facebook Page:
    https://www.facebook.com/5dollargraphics

    • 132 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on September 12, 2021 in Technology.
    1. Open the video you want to play. If the video is on a website (e.g., YouTube), go to the site in your browser. If the video is saved to your device (e.g., an MP4 file saved on your computer), open the video.
    2. Log into your Zoom account.
    3. When you are ready to play the video, click the Share Screen button on your Zoom control panel.
    4. Select the video from the menu of options in the “Select a window or an application that you want to share” box.
    5. Enable the “Share computer sound” and “Optimize Screen Sharing for Video Clip” setting. Then, click Share.
    6. Play the video.
    7. When the video ends, click the Stop Share button.
    • 178 views
    • 1 answers
    • 0 votes
  • Good Asked on March 30, 2021 in YouTube.

    ২০০১ এ যখন সেনা বাহিনী নামানো হয় দেশ জুড়ে, তখন খুব ছোট ছিলাম!
    সেনাদের যেতে দেখলেই বলতাম, ছিনা টাইট, বডি টাইট, রেপ রাইট রেপ রাইট!

    কথাটা বললাম এই কারণে যে, আগে ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে হবে তারপর মারকেটিং এ নামতে হবে।

    ভিউয়ারকে ধরে রাখার জন্য জত ধরনের ট্যাক্টিস আছে, সেটা প্রয়োগ করুন। সেটা হতে পারে পাঞ্চ লাইন হতে পারে জোক্স ,হতে পারে গ্রাফিক্স এড করার মাধ্যমে, হতে পারে ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে, সাউন্ড এফেক্স এর মাধ্যমে ইত্যাদি।

    ভিডিওর ওয়াচ টাইম জত বেশি থাকবে ভিডিও তত দ্রুত ভাইরাল হবে। এটা ইউটিউবের একটা এলগোরিদম।

    সাবজেক্ট রিলেটেড গ্রুপে ভিডিও পোস্ট করতে পারেন। জাস্ট পরিচিতি লাভ করার জন্য, সাথে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন।

    আশে পাশের ইউটিউবারদের সাথে কলাব করতে পারেন, কিংবা পরিচিত কোন ইউটিউবারকে রিকোয়েস্ট করতে পারেন আপনার চ্যানেলের একটু প্রমোশন করে দিতে।

    ইউটিউব স্টোরিতে ভিডিও লিঙ্ক দেয়ার মাধ্যমে, কিংবা ফেসবুক এর বড় বড় পেইজে এডমিন দারা শেয়ার দিয়ে।

    বুস্ট করে।

    প্লে স্টোরে অনেক অ্যাপ আছে জেগুলো দিয়ে আপনি ভিউয়ের বদলে ভিউ নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনি ৫মিনিটের ভিডিওতে ৫ মিনিট দেখা বাধ্যতামুলক করে দেয়ার অপ্সহন থাকে এবং সে অনুযায়ী ভিউ করাতে পারেন, তবে লাভ আছে নইলে উল্টো ক্ষতি!
    খতির কারন হচ্ছে, ৫ মিনিটের ভিডিও যদি ১০০ জন ১ মিনিট করে দেখে তবে আপনার এভারেজ ভিউ রেটিং কমে যাবে। এবং রাঙ্কিং এর তলানিতে গিয়ে ঠেকবে। এবং যে কারণে ইউটিউব নিজ থেকে যে সাজেশন লিস্টে আপনার ভিডিওটা রাখতো সেটা কমিয়ে দিবে, ফ্লপ ভিডিও ভেবে। যে কারণে বলবো এটা না করাই উত্তম।

    • 652 views
    • 1 answers
    • 0 votes