ইংরেজিতে কথা বলা শেখার ভালো কোনো অ্যাপ আছে কি?
আছে আছে অনেক ভালো ভালো অ্যাপস আছে। দেখে নিন সে গুলি কি কি?
1)Hello English: Learn English – Apps on Google Play , হ্যালো ইংলিশ একটি অনেক ভালো অ্যাপ এটিতে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয়, তাছাড়া অন্যান্য কোর্স ও আছে। ইনবিল্ড ডিকশনারি ও আছে।
2)Cake – Learn English for Free – Apps on Google Play , Cake: এই অ্যাপে ভিডিওর সঙ্গে সাবটাইটেল দেখে ইংরেজি শিখতে পারবেন এবং একটি ভিডিও বারবার রিপিট এক্সপ্রেশন এ দেখানো হয়; যাতে আপনি ওয়ার্ডটি ভালোভাবে শিখতে পারেন।
3)Live Audio Chat: Make new friend & Improve English – Apps on Google Play , opentalk : যেকোনো দেশের মানুষের সঙ্গে অডিও চ্যাট করতে পারবেন। এবং আপনার জন্য ইংরেজি শেখার একটি ভাল মাধ্যম হতে পারে।
4)Improve English: Vocabulary, Grammar, Word Games – Apps on Google Play এই অ্যাপে ফ্ল্যাশ কার্ড সহ অন্যান্য কনফিউজিং ওয়ার্ড গুলো বারবার ঝালাই দিতে পারবেন।
5)ABA English – Learn English – Apps on Google Play Aba English: এতে মুভির ডায়লগ গুলো ভালোভাবে শিখতে পারবেন; তাছাড়া এর ইংলিশ টিচাররা অনেক ভালো।